ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

এবার সেন্ট্রাল ইসরায়েলে ভয়াবহ হামলা চালানো ইরান

এবার সেন্ট্রাল ইসরায়েলে ভয়াবহ হামলা চালানো ইরান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : এবার সেন্ট্রাল ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। বিবিসি জানিয়েছে, শনিবার ভোর হওয়ার ঠিক আগে ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। এছাড়া হামলার ভয়ে আগে থেকেই লাখ লাখ মানুষ নিরাপদস্থানে আশ্রয় নেয়।

এদিকে ওই অঞ্চল থেকে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোশ্যাল মিডিয়ায় সেন্ট্রাল ইসরায়েলের একটি আবাসিক রাস্তার ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি দেখা যাচ্ছে। রাস্তাজুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে আছে। আংশিকভাবে ধসে পড়া বাড়ির কাছাকাছি থাকা গাড়িগুলোও ভেঙে গেছে। তবে কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র হামলার সঠিক অবস্থান জানাতে বাধা দিচ্ছে, কারণ এটি ইরানের সামরিক বাহিনীকে কার্যকর তথ্য সরবরাহ করবে বলে তারা ভয় পাচ্ছে। 

আরও পড়ুন

দেশটির জাতীয় জরুরি পরিষেবার একজন মুখপাত্র ইসরায়েলের চ্যানেল ১২-কে বলেছেন, আবাসিক ভবনগুলোতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার পর একজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। এক্সে করা এক পোস্টে বলা হয়েছে, গত কয়েক মিনিটে রেড অ্যালার্ট সাইরেন শোনার পর, এমডিএ ইএমটি (জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ) এবং প্যারামেডিকদের রকেট হামলার ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এ ঘটনায় হতাহতদের হালকা থেকে মাঝারি আঘাত লেগেছে বলেও জানিয়েছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আগেই রোনালদোর সঙ্গে বিচ্ছেদের ক্ষতিপূরণ চুক্তি জর্জিনার

ইপিএলে বদলে যাচ্ছে যে ৬ নিয়ম

ভারতে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ১০

চট্টগ্রাম থেকে পাইপলাইনে ঢাকায় তেল, উদ্বোধন শনিবার

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক আজিজুর