ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ টাকা

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি : প্রিয়জনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। বাস, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে উত্তর-পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ ছুটছে রাজধানী ঢাকার দিকে।

এ কারণে চাপ বেড়েছে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের সব রুটে। বেড়েছে যমুনা সেতুতে যানবাহন পারাপারের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ সেতুতে ৪৯ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ টাকারও বেশি।

আজ শনিবার (১৪ জুন) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, গত শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৪৯ হাজার ১৮২টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২শ’ টাকা।

আরও পড়ুন

এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ১৮ হাজার ৩৬৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৩শ’ টাকা। অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ৩০ হাজার ৮১৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৯শ’ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ফিরতি ঈদযাত্রায় উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী লেনে প্রচুর গাড়ির চাপ রয়েছে। চাপ সামলাতে অতিরিক্ত বুথ স্থাপন করে টোল আদায় করা হচ্ছে। ধারণা করা যাচ্ছে আগামীকাল রোববার সকাল পর্যন্ত এই চাপ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবন থেকে সাত নৌকাসহ ৫ জেলে আটক

রংপুরে যোগদানের এক বছর পূর্তিতে বেরোবি উপাচার্যের সংবাদ সম্মেলন

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস 

মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে জখম

বগুড়ায় ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান