ভিডিও মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

নওগাঁর সাপাহারে চলাচলে অনুপযোগী রাস্তাটি গ্রামবাসীর অর্থায়নে সংস্কার করা হচ্ছে

নওগাঁর সাপাহারে চলাচলে অনুপযোগী রাস্তাটি গ্রামবাসীর অর্থায়নে সংস্কার করা হচ্ছে। ছবি : দৈনিক করতোয়া

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : বর্ষা নামতে না নামতেই সাপাহার উপজেলার গ্রামীণ জনপদের একটি কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই একেবারে চলাচলের অযোগ্য হয়ে যায় উপজেলার ফজিলাপুর-কামাশপুরের প্রায় ৪ কিলোমিটার এই রাস্তা। কয়েকদিনের টানা বর্ষণে রাস্তার বেশিরভাগই অংশই এখন বড় বড় খানা-খন্দকে পরিণত হয়েছে। ফলে রাস্তাটি এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী।

ম্প্রতি এলাকাবাসী রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি আবেদন করলে ইউএনও তাদের এতবড় রাস্তা সংস্কারে বর্তমানে তার কোন ফান্ডে অর্থ বরাদ্দ নেই বলে জানান। পরে নির্বাহী অফিস থেকে ফিরে গিয়ে নিজ নিজ তহবিল থেকে ফান্ড তৈরি করে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন তারা। গতকাল শুক্রবার সরেজমিনে এলাকায় রাস্তা মেরামতের কাজ করতে দেখা যায়।

গ্রামবাসীরা জানান, নিজেরা অর্থ সংগ্রহ করে প্রতি ঘন্টা ১হাজার ৫শ’ টাকার চুক্তিতে এসকেভেটর মেশিন দিয়ে কোন রকমে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। তবে প্রবল বর্ষণ শুরু হলে আবারও রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

আরও পড়ুন

স্থানীয়দের অভিযোগ, বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অতীতে কোনো গুরুত্ব দেয়নি এখানে। প্রতিবছর বর্ষা মৌসুমে চরম কষ্টে জনগণ চলাচল করে আসছেন এই রাস্তা দিয়ে। এমনকি জরুরী ভিত্তিতে রোগী হাসপাতালে নেওয়ার মতো অবস্থাও থাকেনা রাস্তাটির।

আদলপুর, ফজিলাপুর, কামাশপুর নতুনপাড়া, উপরপাড়া, তলাপাড়া, কামারপাড়া, ঢেড়পাড়া, মোন্নাপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ এই পথে চলাচল করে থাকে। রাস্তার পাশে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা রয়েছে। জনগুরুত্বপূর্ণ গ্রামীণ এই রাস্তা মেরামতসহ পাকাকরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নাটোরের বাগাতিপাড়ায় দুই হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে : বাঁধ ভাঙায় মামলা

সিরাজগঞ্জে সব ধরনের সবজির দাম বৃদ্ধি

বগুড়ার শেরপুরে তিন গ্রামের ৪শ’ পরিবারের পানিবন্দি জীবন

নওগাঁয় সাপের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যু