ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় হালখাতার কার্ড দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ২

বগুড়ার দুপচাঁচিয়ায় হালখাতার কার্ড দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ২

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নের পোথাট্টি ঘরম মিয়াপাড়া গ্রামের হালখাতার বকেয়া পরিষদের দাওয়াতের কার্ড দিতে গিয়ে মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে পুলিশ এজাহারভুক্ত ঘরম মিয়াপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে স্বপন (২৬) ও হবিবর রহমানের ছেলে ছয়ফুল ইসলাম (৩২) নামে দু’জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের পোথাট্টি বাজারের আহম্মাদ ট্রেডার্স নামীয় সার ও কীটনাশক ওষুধ ব্যবসায়ী পোথাট্টি মধ্যপাড়া গ্রামের মৃত আনছের আলীর ছেলে আহম্মদ আলী তার দোকানের বকেয়া টাকা আদায়ের জন্য আগামি মঙ্গলবার হালখাতার তারিখ নির্ধারণ করেন।

ঘটনার দিন গত শুক্রবার বিকালে আহম্মদ আলী ঘরম মিয়াপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে খোকার সাথে হালখাতার দাওয়াত কার্ড দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও পরে তা সংঘর্ষে জড়িয়ে পরে।

আরও পড়ুন

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দু’দফা এই সংঘর্ষে দু’পক্ষের মহিলাসহ প্রায় ১৫জন আহত হয়। এদের মধ্যে অনেকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ সংক্রান্ত আহম্মদ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী আহম্মদ আলীর ভাই সুমন প্রামানিক ওরফে মামুন বাদী হয়ে মহিলাসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে গত শনিবার রাতে থানায় মামলা করেছে। থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারভুক্ত গ্রেফতারকৃত দু’জনকে আজ রোববার (১৫ জুন) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমেদ মারা গেছেন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি:  বগুড়ার আদমদীঘিতে একজনের এক মাসের কারাদন্ড

ঝিনাইদহে সরকারি কর্মকর্তার কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ দম্পতির পাশে ইউএনও

বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

শাহবাগে এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে দুটি ককটেল বিস্ফোরণ