ভিডিও শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শেরপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

বগুড়ার শেরপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ। প্রতীকী ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরের পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামীলীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতার বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম রব্বানীসহ ৪ জনের নাম উল্লেখ করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে রফিকুল ইসলামের চাষের পুকুরে বিষ দেয়া হয়। এ সময় পুকুরের পাহারার কাজে নিয়োজিত উকিল উদ্দিন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে ওই গ্রামের মৃত জসমত আলীর ছেলে ও সুঘাট ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী, বাবলু, জহুরুল ও পিয়ার আলীর ছেলে রনি শেখকে পালিয়ে যেতে দেখেন। বিষ দেয়ায় ওই পুকুরের বিভিন্ন প্রজাতির ১৫ থেকে ২০ মণ মাছ মরে গেছে।

এলাকাবাাসি জানায়, পুকুরটির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। রফিকুল ইসলাম বলেন, পুকর ও মাছ চাষ নিয়ে দীর্ঘদিন যাবত তাদের সাথে আমার বিরোধ লেগে থাকায় তারা বিভিন্ন সময়ে নানা ধরণের হুমকি দিচ্ছিল। কিন্ত বিষয়টি এই পর্যায়ে নিয়ে যাবে আমি ভাবতে পারিনি।

আরও পড়ুন

এ বিষয়ে গোলাম রব্বানী বলেন, পুকুরটি আমাদের নিজস্ব মালিকানার। তারপরেও তারা সরকারি দাবি করায় আমরা মামলা করলে আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষ দেয়ার কথা অস্বীকার করে বলেন, শুনেছি মাছ মরেছে, তবে মরার কারণ জানিনা।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর এসআই তোফাজ্জল হোসেনকে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবিবার বটতলায় শপথ নেবে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বিএনপি নেতারা, অভিযোগ শিক্ষার্থীদের

চট্টগ্রামে জশনে জুলুসে ‘অসুস্থ ও পদদলিত’ হয়ে ২ জনের মৃত্যু

পাকা পেঁপে খাওয়ার উপকারিতা

উত্তরবঙ্গের বৃহৎ জশনে জুলুসে মানুষের ঢল সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)পালিত

বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার