ভিডিও বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

কাঁঠাল পাড়া ​নিয়ে ঝগড়ার জেরে ভাবিকে কুপিয়ে হত্যা

কাঁঠাল পাড়া ​নিয়ে ঝগড়ার জেরে ভাবিকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায়  গাছ থেকে কাঁঠাল ​নিয়ে দ্বন্দ্বের জেরে ভাবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। 

শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি জেলার হরিরামপুর উপজেলার চানপুর গ্রামের হাসমত মোল্লার মেয়ে এবং নীলা গ্রামের সালাম মিয়ার (৩৮) স্ত্রী। অভিযুক্ত রাকিব (২৮) নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।


স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও রাকিব দুই ভাই। দুজনেই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠালগাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন।

আরও পড়ুন

শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এসময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন খালেদা জিয়া

ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

পশ্চিমাঞ্চল রেলে কেনাকাটায় ৪ কোটি টাকার অনিয়ম, অনুসন্ধানে দুদক

সিরাজগঞ্জের সলঙ্গায় ডাকাত গ্রেফতার

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল আটক