ভিডিও রবিবার, ১৭ আগস্ট ২০২৫

দক্ষিণ ইরানে ইসরায়েলের নতুন হামলা শুরু 

দক্ষিণ ইরানে ইসরায়েলের নতুন হামলা শুরু 

আন্তর্জাতিক ডেস্ক:   সামরিক বাহিনীর এক বিবৃতিতে ইরানে নতুন হামলার তথ্য জানিয়েছে ইসরায়েল ।
 
শনিবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একাধিক এলাকায় দেশটির সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইরানের দক্ষিণপশ্চিমের সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করছে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান। তবে ইরানের দক্ষিণ পশ্চিমের ঠিক কোন এলাকায় এই হামলা চালানো হচ্ছে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানানো হয়নি।

এর আগে, ইসরায়েলের সামরিক বাহিনী শনিবার সকালের দিকে এক ঘণ্টায় অন্তত আটটি মনুষ্যবিহীন ড্রোন ইসরায়েলি আকাশে প্রবেশ করেছে বলে জানায়। ইসরায়েলের স্থানীয় সময় সকালে ১০টা ১৬ মিনিট থেকে ১১টা ২৭ মিনিটের মধ্যে এসব ড্রোন ইসরায়েলের আকাশে প্রবেশ করে।


আইডিএফ বলেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এলিয়াত থেকে সিরিয়া সীমান্ত লাগোয়া উত্তরাঞ্চল পর্যন্ত ইরানের ড্রোন শনাক্ত করা হয়েছে। এসব ড্রোন ভূপাতিত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

আরও পড়ুন

ইসরায়েলি বাহিনী ইরানের ছোড়া অন্তত পাঁচটি ড্রোন প্রতিহত করেছে বলে জানিয়েছে। এছাড়া বাকি তিনটি ড্রোনকে নজরদারি করা হচ্ছে বলে জানায় আইডিএফ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ, জরুরি ঢাকায় প্রেরণ

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

দৈনিক উত্তর কোণ‘র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন

বাংলাদেশ ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি