ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

বগুড়ার গাবতলীতে বিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা খুন

বগুড়ার গাবতলীতে বিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা খুন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীর মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া বিলের ভাগবাটোয়ারা নিয়ে উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল (৫০) আহত হওয়ার পাঁচ ঘন্টা পর মারা গেছেন। আজ রোববার (২২ জুন) সকাল ১০টায় উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া সরকারপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, গাবতলীর মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া সরকারপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে মহিষাবান ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েলের সাথে একই গ্রামের তাজেলসহ কয়েকজনের সোনাকানিয়া বিল নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে আজ রোববার (২২ জুন) সকাল ১০টায় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে জুয়েলকে ইট দিয়ে বুকে আঘাত করা হয় এবং হাঁটুতে ইটের আঘাতে জুয়েল আহত হন।

এ ঘটনায় প্রতিপক্ষের তাজেলও আহত হন। এই দুইজনসহ ৩-৪ জন আহত হন। আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নেন। এদের মধ্যে জুয়েল প্রতিপক্ষের ইটের আঘাতে বুকে ও পায়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় বেলা পৌনে ৩টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ কিশোরের

সিলেটে ৭০টি ট্রাক জব্দ, ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার

জামিন পেলেন প্রিন্স মামুন 

ফেসবুকে হঠাৎ ‘অ্যাডভান্সড প্রোটেকশন’

ফুটবল খেলা কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

নির্বাচন করলে তফসিলের আগে পদ ছাড়ব : উপদেষ্টা আসিফ মাহমুদ