ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

বগুড়া ধুনটে সিএনজি স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫

বগুড়া ধুনটে সিএনজি স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় গোসাইবাড়ি সাতমাথা এলাকায় সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো, উপজেলার জোড়খালী গ্রামের শাহজাহান আলীর ছেলে লাল মিয়া (৪০), মহির উদ্দিনের ছেলে লাল মিয়া (৪২), পূর্ব গুয়াডহরী গ্রামের মোজাম্মেল হক ব্যাপারীর ছেলে রাসেল রানা (৪২), নুর মোহাম্মাদ (৩১) ও নুর মোহাম্মাদের স্ত্রী লিমা আকতার (২৫)। আহতরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা, উপজেলার গোসাইবাড়ি সাতমাথা এলাকায় প্রায় ১০০ সিএনজি চালিত অটোরিকশা নিয়ে স্ট্যান্ড গড়ে উঠেছে। ওই স্ট্যান্ডের আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কয়েক দিন ধরে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে স্ট্যান্ডে সিএনজি চালিত অটোরিকশা রাখা নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামের মোজাম্মেল হকের ছেলে নুর মোহাম্মাদ বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। ওই অভিযোগে পূর্ব গুয়াডহরী গ্রামের দুলু মিয়ার ছেলে আব্দুল আলিমসহ ৫ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

অপরদিকে দুলু মিয়ার ছেলে আব্দুল আলিম বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। ওই অভিযোগে গোসাইবাড়ি সাতমাথা এলাকার মাসুদ রানার ছেলে মোনির হোসেনসহ ৮ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জয়পুরহাটের পাঁচবিবিতে সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

আজ রাতে দুটি ভিন্ন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে রুহাণী লাবণ্য

আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা