ভিডিও সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিন বোন

একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিন বোন, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিন বোন। আজ বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার সখীপুর আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন তারা। একসঙ্গে এইচএসসি পরীক্ষা দেওয়া তিন বোন হলেন-সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (১৯), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৮) ও ছোট মেয়ে রাদিয়া ইসলাম (১৭)। একসঙ্গে তিন বোনের পরীক্ষা দেওয়ার ঘটনাটি সবার নজর কেড়েছে। 

জানা গেছে, শিক্ষার্থীদের বাবা শফিকুল ইসলাম সৌদি আরব প্রবাসী হওয়ায় সেখানেই তিন বোনের জন্ম। এরপর ২০১০ সালে সৌদি আরবের মক্কায় ব্যবসা-বাণিজ্য বাদ দিয়ে পরিবার নিয়ে দেশে চলে আসেন শফিকুল ইসলাম। তিনি বলেন, বিগত পরীক্ষায় মেয়েদের ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি এবার এইচএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল করবে। তারা উচ্চশিক্ষা লাভে সর্বোচ্চ চেষ্টা করবে বলে মনে করি।এইচএসসি পরীক্ষার্থী তিন বোন বলেন, বাবা-মায়ের স্বপ্ন পূরণ করাই তাদের প্রধান লক্ষ্য। তাদের ইচ্ছা মেয়েরা উচ্চ শিক্ষালাভ করে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে। তিন বোন সবার কাছে দোয়া চান।

আরও পড়ুন

 সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এমএ রউফ বলেন, ওই তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতার স্বাক্ষর রাখবে বলে আশা করি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি’র উদার দৃষ্টিভঙ্গি স্থিতিশীল বাংলাদেশ অর্জনে সহায়ক হবে : মঈন খান

এক ইঞ্চি মাটিও দেবে না আফগানিস্তান : তালেবান 

এনসিপি, বাংলাদেশ জাতীয় লীগসহ ৬ দল পাচ্ছে নিবন্ধন  

ফুটবলে ইসরায়েলকে ‘নিষিদ্ধ’ করার পক্ষে উয়েফা

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে চার দেশের স্বীকৃতিকে স্বাগত জানাল বাংলাদেশ

দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপকে ৫০০ কেজি করে চাল দেবে সরকার