ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার কাহালুতে আমবোঝাই দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

বগুড়ার কাহালুতে আমবোঝাই দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে আমবোঝাই দু’টি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ট্রাক চালক আলতাব হোসেন (৪৮) ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ রোববার (২৯ জুন) ভোর ৫টার দিকে বগুড়া-সান্তাহার আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজারের পশ্চিমে। নিহত ট্রাক চালক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হেইননগর গ্রামের নুসুম উদ্দিন বেপারীর ছেলে।

জানা গেছে, নওগাঁ থেকে আম ভর্তি ট্রাক বগুড়ার দিকে যাবার সময় উল্লেখিত স্থানে বগুড়া থেকে আসা আমের ক্যারেট বোঝায় অপর একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হলে ট্রাক দু’টির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং একটি ট্রাক সড়কের পাশে উল্টে যায়। এতে বগুড়া থেকে নওগাঁগামী ট্রাকের চালক আলতাব ঘটনাস্থলেই মারা যান। এছাড়া বগুড়াগামী ট্রাকের চালক আজমল হোসেন (৩৫) ও হেলপার রাশেদ (১৫) আহত হন। আহত আজমল সাভারের বটতলী গ্রামের সুকালের এবং হেলপার  রাশেদ একই গ্রামের হাসান আলীর ছেলে।

আরও পড়ুন

ঘটনার সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ সবুজ হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীদল ঘটনাস্থালে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন। এরপর আহতদের চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানদের বিপক্ষে বাংলাদেশের কষ্টার্জিত জয়

আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর