ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

সামছুল হুদার নির্দেশনায় এবার বিজ্ঞাপনে শাকিলা পারভীন

ছবি ঃ তালহা মোস্তফাসামছুল হুদার নির্দেশনায়

অভি মঈনুদ্দীন ঃ কয়েকবছর আগে মোঃ সামছুল হুদার নির্দেশনায় একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন এই প্রজন্মের আলোচিত মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন।

শাকিলা পারভীন মূলত মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেই প্রথম বেশি আলোচনায় আসেন।

‘তোর মন পাড়ায়’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে ২০১৮ সালে বেশ আলোচনায় আসেন তিনি। মিউজিক ভিডিওর মডেল হিসেবে তিনি দারুণ সাড়া পান বলে এরপর বহু মিউজিক ভিডিওতে একের পর এক কাজ করতে থাকেন। এক সময় নাটকেও অভিনয় শুরু করেন শাকিলা পারভীন। একজন অভিনেত্রী হিসেবেও তিনি বেশ সাড়া পেতে শুরু করেন। এরপর শাকিলা বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ শুরু করেন। এই মাধ্যমেও তিনি সফল। অর্থাৎ মিউজিক ভিডিওর মডেল হিসেবে, অভিনেত্রী হিসেবে এবং বিজ্ঞাপনে মডেল হিসেবে একজন নবাগত শিল্পী হিসেবে বেশ সুনাম কুঁড়িয়েছেন শাকিলা পারভীন।

গত ঈদে প্রচারিত সাজিন আহমেদ বাবু পরিচালিত ‘অশিক্ষিত এমডি’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে বেশ আলোচনায় আসেন। এই নাটকে অভিনয়ের জন্য শাকিলা পারভীন বেশ প্রশংসিত হচ্ছেন। কারণ মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করা খুউব সহজ কোনো বিষয় নয়। এর আগেও তিনি মোশাররফ করিমের সঙ্গে মেহেদী রনির পরিচালনায় ‘সেইম সেইম বাট ডিফরেন্ট’ নাটকে অভিনয় করেছিলেন।

শাকিলা পারভীন ‘নগদ’,‘ শরীফ মেলামাইন’,‘ প্যারাসুট’,‘ আনোয়ার সিমেন্ট’, ‘ওপপো’,‘ ইয়ামাহা বাইক’সহ আরো বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন

এবার বহু মিউজিক ভিডিওর সফল নির্মাতা মোঃ সামছুল হুদার নির্দেশনায় ট্রাভেল এজেন্সী ‘ক্রিয়েটিভ ট্যুরস অ্যাণ্ড ট্রাভেলস’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। গত ২৯ জুন এই বিজ্ঞাপনের শুটিং-এ অংশ নেন শাকিলা পারভীন।

শাকিলা পারভীন বলেন,‘ এর আগে সামছু ভাইয়ের নির্দেশনায় একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলাম। এবার বিজ্ঞাপনে কাজ করেছি। সামছু ভীষণ শান্ত কিন্তু নিখুঁত এবং মেধাবী। তার পুরো ইউনিটটা এতো গুছানো, পরিপাটি যে কাজের পরিবেশটাই পুরোটা সময় থাকে অনুকুলে। তার নির্দেশনায় বিজ্ঞাপনে কাজ করে খুউব ভালোলাগলো। আশা করছি প্রচারে এলে ভীষণ ভালোলাগবে।’

এদিকে ঈদের পর এই বিজ্ঞাপনেই কাজ করেছেন। এখনো পুরোদমে কাজ শুরু করেননি শাকিলা পারভীন। যে গানে মডেল হয়ে শাকিলা পারভীন সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন সেটি হচ্ছে জিসান খান শুভ’র লেখা ও সুর করা, অয়ন চাকলাদারের সঙ্গীতায়োজনে মাহাদি সুলতানের গাওয়া ‘তোর মনপাড়ায়’ গানটি। সাড়া দেশব্যাপীই গানটি ২০১৮’র জুলাই মাসে পাম্মি মাল্টিমিডিয়ায় প্রকাশের পর থেকে বেশ সাড়া ফেলে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৬ জন গ্রেপ্তার

বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছে: ঢাবি উপাচার্য

দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত

ঝালকাঠিতে এসএ পরিবহনের অফিস থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার