ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

চলচ্চিত্রকে না বললেন পড়শী

চলচ্চিত্রকে না বললেন পড়শী

বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। গানে গানে পার করলেন জীবনের ১৬ বছর। পরে অভিনেত্রী হিসেবেও সফল হয়েছেন পড়শী। এবার তিনি নাটক প্রযোজনা শুরু করেছেন।

যদিও অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন নাটক প্রযোজনা করবেন পড়শী।

মহিদুল মহিমের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় হবে প্রথম নাটক। সেই কথা রেখেছেন এই সংগীতশিল্পী। নিজের প্রযোজনায় করা তার প্রথম নাটক ‘প্রেমেরই পরশে’। নাটকটিতে তার সঙ্গে আছেন ফারহান আহমেদ জোভান। গত মাসে ইউটিউবে নাটকটি প্রকাশ পেয়েছে। এরইমধ্যে ৬০ লাখের কাছাকাছি ভিউ পেয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, কণ্ঠশিল্পী ও অভিনেত্রী হিসেবে এতদিন কাজ করেছি। এবার প্রযোজনায় নাম লেখালাম। প্রথম নাটকটি ছিল এক্সপেরিমেন্টাল। অনেক কিছু বুঝতে পারিনি। এবার অভিজ্ঞতা হয়েছে। দ্বিতীয় নাটকটির শুটিং শুরু করবো শিগগিরই। এটাও পরিচালনা করবেন মহিদুল মহিম ভাই। এখন গল্প তৈরির কাজ চলছে।

আরও পড়ুন

তবে, এসবের মধ্যে চলচ্চিত্রকে না করলেন পড়শী। এ প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিতই প্রস্তাব আসে। আপাতত গান ও নাটক নিয়েই পরিকল্পনা আমার। তাছাড়া নিজের প্রোডাকশন দাঁড় করিয়েছি, নাটকে লম্বা ইনিংস খেলতে চাই। বছরে অন্তত তিনটি নাটক নির্মাণ করবো। এর মধ্যে সিনেমার পোকা আর মাথায় ঢোকাতে চাই না।

উল্লেখ্য, শামীম আহমেদ রনির ‘মেন্টাল’ ছবিতে অতিথি হয়েছিলেন তিনি। গত ১০ বছরে আর কোনো ছবিতে তাকে দেখা যায়নি। এমনকি আগামী দিনেও দেখা যাবে না বলে জানিয়েছেন পড়শী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব

আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়

ভেতরে চলছে ভোটগণনা, শিক্ষার্থীরা বাইরে গাইছেন দেশের গান