এই মুহূর্তে জনগণের ঐক্য জরুরি : তারেক রহমান

অন্তর্বর্তী সরকার জবাবদিহিমূলক সরকার গঠনে সক্রিয় রয়েছে, এ অবস্থায় জনগণের ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১ জুলাই) স্বৈরাচারের বিনাশ ঘটানো গৌরবের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিএনপি ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
আরও পড়ুন
তারেক রহমান বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনের দাবি তুলেছে। এই মুহূর্তে জনগণের ঐক্য জরুরি। তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতা এবং ভৌগলিক রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা, তা গুরুত্বের সঙ্গে ভেবে দেখার আহ্বান জানাচ্ছি।
এ সময় সংখ্যানুপাতিক নির্বাচন পলাতক ফ্যাসিবাদকে পুনর্বাসনকে উৎসাহিত করে কিনা তা সিরিয়াসলি ভেবে দেখার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা ও সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে আমাদের সুযোগ কাজে লাগাতে হবে। আরও একবারের জন্যও ভুল করা চলবে না। জনগণের বাংলাদেশে, জনগণের সরাসরি ভোটে, জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত ইনসাফভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্যদিয়ে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়।
জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, শুধু গণঅভ্যুত্থানে বিএনপির ৪২২ জনসহ দেড়হাজারের মতো মানুষ শহীদ হয়েছেন, ৩০ হাজার কমপক্ষে আহত হয়েছেন। কিন্তু আন্দোলনে শহীদরা কানাডার বেগম পাড়ায় বাড়ি কিংবা সুইসব্যাংকে টাকা পাচারের জন্য শহীদ হননি।
তিনি আশ্বস্ত করে বলেন, রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপি জাতীয় সরকার গঠন করে দেশের মানুষের কল্যাণে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবে। বিএনপি জনগণের রায়ে ক্ষমতায় গেলে শহীদদের নামে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়ক নামকরণের আশ্বাসও দেন তিনি।
ফঅ্যসিবাদ রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে তা জরুরি না। কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা জরুরি। আর কোনো যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এ বিষয়ে সবাই যেমন ঐক্যবদ্ধ, ভবিষ্যতেও সেই ঐক্য থাকবে।
তিনি বলেন, আমরা ৫৪ বছরে জনগণের ত্যাগ ভুলে যেতে চাই না। নিরাপদ কর্মপরিবেশ ও নতুন কর্ম সংস্থান সৃষ্টির জন্য রাজনীতি করতে হবে। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্য থাকতে হবে, যাতে আগামী কোন ফ্যাসিবাদের উত্থান না হয়।
মন্তব্য করুন