টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের কলম্বোর প্রেমাদাসায় প্রথম ম্যাচে টস জিতে শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ওয়ানডেতে স্থায়ী অধিনায়ক হিসেবে এটাই মেহেদী হাসান মিরাজের প্রথম সিরিজ। ২০ বছর এবং ৩৩১ ওয়ানডে পর বাংলাদেশ দল এই প্রথম পাঁচ সিনিয়র খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামবে-সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ থাকছেন আজকের ম্যাচে।
এদিকে তাদের অনুপস্থিতিতে অভিষেক হতে যাচ্ছে-উইকেটকিপার-ব্যাটসম্যান পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের। বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ৬টি টি-টোয়েন্টিতে ৮ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছেন তানভীর। পারভেজ বাংলাদেশের হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। ১৪০ স্ট্রাইকরেটে ২২.১৬ গড়ে ২০০ রান করেছেন। সেঞ্চুরি ও ফিফটি একটি করে।
আরও পড়ুন
মন্তব্য করুন