ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন আর্সেনালের

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন আর্সেনালের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ সাত বছর চেলসিতে খেলার পর অবশেষে ক্লাব ছাড়লেন স্প্যানিশ গোলকিপার কেপা আরিজাবালাগা। মঙ্গলবার (১ জুলাই) এক বিবৃতি দিয়ে আর্সেনাল কেপাকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে।

২০১৮ সালে যখন বিলবাও ছেড়ে চেলসিতে যোগ দিয়েছিলেন তিনি, তখন ইংলিশ ক্লাবটি তার জন্য খরচ করেছিল ৭ কোটি ১০ লাখ পাউন্ড। তাতে ইতিহাসের সবচেয়ে দামি গোলকিপার বনে যান কেপা, যা এখনও অক্ষুন্ন আছে। সেই কেপাকে আর্সেনাল কিনতি খরচ করেছে ৫ কোটি পাউন্ড। আর্সেনালের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন ৩০ বছর বয়সি এই গোলকিপার।

চেলসিতে যোগ দিয়ে অসংখ্য ট্রফি জিতেছে কেপা। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু ট্রফি হচ্ছে-২০১৯ সালের ইউরোপা লিগ, ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০২২ সালের ক্লাব বিশ্বকাপ। তবে গত দুই মৌসুম কেপা ধারে খেলেছেন যথাক্রমে রিয়াল মাদ্রিদ ও বোর্নেমাউথে। দুই মৌসুম ধারে খেলানোর পর অবশেষে তাকে ছেড়ে দিল চেলসি। ক্লাবটির হয়ে ১৬৩ ম্যাচ খেলেছেন কেপা।

আরও পড়ুন

আর্সেনালে যোগ দিলেও, নিয়মিত একাদশে সুযোগ করে নিতে কঠিন পরীক্ষা দিতে হবে কেপাকে। কারণ, আর্সেনাল দলে রয়েছে আরেক স্প্যানিশ গোলকিপার ডেভিড রায়া। গত দুই মৌসুমের পারফরমেন্স তাকে ক্লাবটির এক নম্বর গোলকিপারে পরিণত করেছেন। তবে আর্তেতা হয়তো ক্লাবের গভীরতা বাড়াতেই কেপাকে দলে নিয়েছেন। প্রতি মৌসুমেই এখন ক্লাবগুলোর ম্যাচের সংখ্যা বাড়ছে। যার কারণে এক গোলকিপারের উপর চাপ দিতে চান না আর্সেনালের কোচ। কেপা ও রায়া ছাড়াও আর্সেনাল দলে আরও এক গোলকিপার রয়েছেন।      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জনগণের রাজনীতি করে ক্ষমতার রাজনীতি করে না : ওবায়দুর রহমান চন্দন

হিলি স্থলবন্দর দিয়ে ভারতে জুস রপ্তানি

সিরাজগঞ্জের রায়গঞ্জের একমাত্র হাসপাতালের সামনের পাকা রাস্তার বেহাল দশা

৮ জেলায় ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দিনাজপুরের খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার