বিএনপি জনগণের রাজনীতি করে ক্ষমতার রাজনীতি করে না : ওবায়দুর রহমান চন্দন

জয়পুরহাট জেলা প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপি জনগণের রাজনীতি করে ক্ষমতার রাজনীতি করে না। যদি তা করতো তবে এই সরকারের অংশ হতাম। গণতন্ত্রের বিপন্নতা ঘটত না। আমরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই না।
আজ শুক্রবার (৪ জুলাই) বিকেলে স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সাবেক ও বর্তমান জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা ৩১ দফা দাবিকে সামনে রেখে আন্দোলনে নেমেছি। জনগণের কর্মসংস্থান, কৃষক ও ছাত্রদের ভবিষ্যৎ উন্নয়নে পরিকল্পনা করছি। নারীদের নিরাপত্তার বিষয়েও ভাবছি।
মানুষ যেন শান্তিতে থাকতে পারে তা নিশ্চিত করাও বিএনপির প্রতিটি নেতা কর্মীর দায়িত্ব। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান প্রমূখ।
আরও পড়ুনএছাড়া মতবিনিময় সভায় ক্ষেতলাল, কালাই ও আক্কেলপুরের সাবেক ও বর্তমান জণপ্রতিনিধি মতবিনিময়ে অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন