ভিডিও শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিএনপি ক্ষমতায় থাকতে বগুড়ায় নদী ভাঙন রোধে কাজ হয়েছে : সাবেক এমপি কাজী রফিক

বিএনপি ক্ষমতায় থাকতে বগুড়ায় নদী ভাঙন রোধে কাজ হয়েছে : সাবেক এমপি কাজী রফিক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ সারিয়াকান্দি সোনাতলা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের দু:শাসনে মানুষ তাদের ভোটের অধিকার হারিয়ে ফেলেছে। তারা এখন ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা স্বত:স্ফূর্ত অংশগ্রহণ করবে। তাই নির্বাচন নিয়ে কোনও তাল-বাহানা চলবে না। অবিলম্বে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা চাই।

বিএনপি ক্ষমতায় থাকতে বগুড়ায় নদী ভাঙন রোধে কাজ হয়েছে, উপজেলার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু গত কয়েকবছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কোনও দৃশ্যমান উন্নয়ন করতে পারেনি। তারা শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তাদের একটাই কাজ ছিল বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করা।

তাদের পোষা পুলিশ বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদের হেনস্তা করা। আমাদের নেতাকর্মীদের নামে তারা জনপ্রতি ১০ থেকে শুরু করে ১৫০ টির বেশি মামলা দিয়েছে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে এদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এবং তা বাংলাদেশ যতদিন আছে ততদিন চলমান থাকবে।

আরও পড়ুন

আজ শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, বগুড়া জেলা যুবদলের সহ সাহিত্য বিষয়ক সম্পাদক আবু জাফর, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, বিএনপি নেতা  মোজাফফর রহমান, উপজেলা তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি জনগণের রাজনীতি করে ক্ষমতার রাজনীতি করে না : ওবায়দুর রহমান চন্দন

হিলি স্থলবন্দর দিয়ে ভারতে জুস রপ্তানি

সিরাজগঞ্জের রায়গঞ্জের একমাত্র হাসপাতালের সামনের পাকা রাস্তার বেহাল দশা

৮ জেলায় ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দিনাজপুরের খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার