ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানে ভারী বৃষ্টি-আকস্মিক বন্যায় ৬৪ জনের মৃত্যু  

ছবি : সংগৃহীত,পাকিস্তানে ভারী বৃষ্টি-আকস্মিক বন্যায় ৬৪ জনের মৃত্যু  

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় এক সপ্তাহে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এছাড়া প্রাকৃতিক এই দুর্যোগে আহত হয়েছেন আরও কমপক্ষে ১১৭ জন। 

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বলেছে, বন্যা-বৃষ্টিপাতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এই প্রদেশে রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে ১০ জন শিশু।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সোয়াত উপত্যকায় দেখা দেওয়া আকস্মিক বন্যায় গত সপ্তাহে অন্তত ১৪ জন ভেসে গেছেন। পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টিতে ঘরবাড়ি ধসে ও আকস্মিক বন্যায় আরও ২১ জন মারা গেছেন; যাদের ১১ জন শিশু।

এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে ১৫ জন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে ৫ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়ে বলেছে, আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন

এর আগে গত মে মাসে পাকিস্তানে প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে অন্তত ৩২ জনের প্রাণহানি ঘটে। ওই সময় দেশটিতে বসন্ত মৌসুম চললেও দেশের বিভিন্ন প্রান্তে চরম বৈরী আবহাওয়া পরিস্থিতি দেখা যায়। এমনকি কিছু কিছু এলাকায় প্রবল শিলাবৃষ্টিও দেখা যায়।

বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে পাকিস্তান। দেশটির ২৫ কোটি ৫০ লাখ মানুষ ঘন ঘন বৈরী আবহাওয়ার মুখোমুখি হচ্ছেন। সূত্র: ডন নিউজ, এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএস ওপেনের ফাইনালে ট্রাম্পের জন্য আধাঘণ্টা দেরি, গ্যালারিজুড়ে দুয়োধ্বনি

জুলিয়াস সিজারের রিট হাইকোর্টে খারিজ

আজ এক ‘ভয়াবহ ঘূর্ণিঝড়’ গাজায় আঘাত হানবে : ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে থাকবেন বাংলাদেশি আম্পায়ার

‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া বিপর্যয় ডেকে আনবে’

র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ গেল মাদক কারবারির