মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
_original_1751543978.jpg)
চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত (২০) নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
গতকাল বুধবার (২ জুলাই) রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন
জানা যায়, সদরের ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে মেঘনা নদীর তীরে অজ্ঞাত মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়ারা। পরে আলু বাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পিবিআই চাঁদপুর ইউনিটকে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন