বগুড়ায় মান্নান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক কাউন্সিলর মতিন সরকারকে

কোর্ট রিপোর্টার : দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক মোড়ে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপ করে সদরের বানদিঘীর আব্দুল মান্নান (৭২) হত্যা মামলায় বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের বহিস্কৃত নেতা কারাবন্দী আব্দুল মতিন সরকারকে (৫০) পুনঃগ্রেফতারের আদেশ দেওয়া হয়েছে। সেই সাথে এই মামলায় হাজতি পরোয়ানামূলে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া জেলা গোয়েন্দার (ডিবি) এসআই আরিফুল ইসলাম স্কুল শিক্ষক সেলিম হোসেন হত্যা মামলায় কারাবন্দী ওই আসামিকে এই মামলায় পুনঃগ্রেফতারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে আবেদন করেন। পি ডাব্লিউমূলে ওই আসামিকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আজ বৃস্পতিবার ওই আবেদন শুনানি শেষে আসামিকে শিক্ষক আব্দুল মান্নান হত্যা মামলায় পুনঃগ্রেফতারের আদেশ প্রদানসহ হাজতি পরোয়ানামীলে কারাগারে প্রেরণের আদেশ দেন। আসামি আব্দুল মতিন সরকার শহরের চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকার মজিবর রহমানের ছেলে।
উল্লেখ্য, বগুড়া সদর উপজেলার বানদিঘী (পূর্বপাড়ার) নিহত আব্দুল মান্নানের ছেলে এজাহারকারী রানা হামিদ তার বাবাকে হত্যার অভিযোগ এনে বগুড়া সদর থানায় দয়েরকৃত এই মামলায় ১২২ আসামির নাম উল্লেখসহ ২০০/৩০০ অজ্ঞাতনামা উল্লেখ করে অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর ১টার দিকে শহরের কাঠালতলা হতে বড়গোলা ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা মিছিল নিয়ে পৌঁছলে এই মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ও (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবার রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নির্দেশে হাজতি ওই আসামিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, ককটেল, পেট্রোল বোমা নিয়ে মিছিলে হামলা চালায়। এসময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও শটগান থেকে গুলি করলে গুলি আব্দুল মান্নানের পিঠের বামপাশে লাগলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা হিসেবে ভর্তি করার কিছুক্ষণ পর বেলা দেড়টার দিকে তিনি মারা যান। পড়ে নিহত তার পরিচয় পাওয়া যায়।
আরও পড়ুনআব্দুল মতিন সরকারের বিরুদ্ধে চারটি হত্যাসহ ২০টি মামলা রয়েছে এবং সে বগুড়ার স্পেশাল জজ আদালত থেকে দুদক’র মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
মন্তব্য করুন