ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

লালপুরে বিয়ের প্রলোভনে নারীকে শ্লীলতাহানির অভিযোগ

লালপুরে বিয়ের প্রলোভনে নারীকে শ্লীলতাহানির অভিযোগ। প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে বিয়ের প্রলোভনে দিয়ে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। এঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ওই নারীর নাজিম আলী নাদিম (৩০) নামে এক যুবককে অভিযুক্ত করে লালপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত নাজিম আলী নাদিম উপজেলার ডহশৈলা গ্রামের মৃত হাসেম আলীর ছেলে।

ভুক্তভোগী ওই নারী জানান, নাদিমের সাথে তার দীর্ঘ প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে একাধিকবার নাদিম তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। গত ১০ জুন ওই নারীর নিজ বাড়িতে নাদিম আবারও তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এসময় বিয়ের জন্য চাপ দিলে নাদিম তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

পরে গতকাল শুক্রবার রাতে লালপুর থানায় তিনি মামলা করেন। মামলার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানান ভুক্তভোগী ওই নারী। এবিষয়ে অভিযুক্ত নাজিম আলী নাদিম বলেন, ওই নারীর মানসিক সমস্যা আছে। এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

লালপুর থানার দায়িত্বে থাকা ওসি মমিনুজ্জামান বলেন, গতকাল শুক্রবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারী। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। আসামিকে পলাতক থাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার