বগুড়ার সান্তাহারে গাঁজাসহ একজন গ্রেফতার

আদমদীঘি/সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে গাঁজাসহ রমজান আলী (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সান্তাহার ইয়ার্ড কলোনীর রেশমা খাতুনের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রমজান আলী ইয়ার্ড কলোনী এলাকার ইউনুছ আলীর ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় সান্তাহার ইয়ার্ড কলেনাী এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে রমজান আলীকে আটক করে তার শরীর তল্লাশি করে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করে।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আজ শনিবার (৫জুলাই) আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন