গ্লোবাল সুপার লিগে দুবাইয়ের সাকিব খেলবেন রংপুরের বিপক্ষে

গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানকে নিয়ে অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশের রংপুর রাইডার্স। কিন্তু শেষ মুহূর্তে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাকে ছাড়াই ক্যারিবিয়ান অঞ্চলে উড়াল দেয় দলটি। তবে সাকিব আসন্ন গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগ পেলেন। দুবাই ক্যাপিটালস তাকে দলে নিয়েছে।
দুবাই রবিবার সোশ্যাল মিডিয়ায় জানায়, দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশভ মহারাজের বদলে নেওয়া হয়েছে সাকিবকে।
এর আগে সাকিব পাকিস্তান সুপার লিগে শেষবার মাঠে নামেন। ভারত-পাকিস্তান সংঘাতের পর খেলোয়াড়দের অনুপস্থিতিতে হুট করে ডাক পান। মে মাসে লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলেন। তার দল চ্যাম্পিয়নও হয়েছে।
২০২৪ সালে সাকিব শেষ বিপিএল খেলেন রংপুরের হয়ে। গত অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পর বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি সাকিবকে। দেশে সরকার পরিবর্তনের পর বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও ফিরতে পারেননি। বাংলাদেশ দলেও আর জায়গা হয়নি তার।
আরও পড়ুনসংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির গত আসরে শিরোপা জিতেছিল দুবাই। আসন্ন গ্লোবাল সুপার লিগে পাঁচ দলের আসরের অন্য দুটি দল হোবার্ট হারিকেন্স ও স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
পাঁচ দলের প্রত্যেকে একে অন্যের সঙ্গে একবার করে লড়বে লিগ পর্বে। শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে ১৮ জুলাই।
মন্তব্য করুন