নিউজ ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই, ২০২৫, ০৭:৩৪ বিকাল
তাইম হাওলাদারের হ্যাটট্রিক স্বর্ণজয়: সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে ঢাবির গৌরব
_original_1751808855.jpg)
তাইম হাওলাদারের হ্যাটট্রিক স্বর্ণজয়: সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে ঢাবির গৌরব
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তাইম হাওলাদার শ্রীলঙ্কায় অনিষ্ঠিত
সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫-এ অনূর্ধ্ব-২১ বিভাগে ৫০ কেজি ওজন শ্রেণিতে অংশ নিয়ে বাংলাদেশ দলের পক্ষে স্বর্ণপদক অর্জন করেছেন।
এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন, যা বাংলাদেশের কারাতে অঙ্গনে একটি উল্লেখযোগ্য রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
শুধু তাই নয়, একই প্রতিযোগিতার সিনিয়র বিভাগে তিনি ৫০ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক অর্জন করেন। দলগত পুরুষ ‘ফাইট ইভেন্ট’-এ বাংলাদেশ দল **তৃতীয় স্থান** অর্জন করে তাম্র পদকে ভূষিত হয়।
গত ৫ ও ৬ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার ছয়টি দেশ—বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল এবং ভুটান—অংশ নেয়।
উল্লেখ্য, মো. তাইম হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তাঁর এই সাফল্য শুধু বিশ্ববিদ্যালয় নয়, গোটা দেশের জন্যই গর্বের বিষয় হয়ে উঠেছে।
মন্তব্য করুন