ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার। ছবি : দৈনিক করতোয়া

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের আতাইঘাটে টাঙ্গন নদীর ওপর ব্রিজ না থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন পীরগঞ্জ ও সেতাবগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নের মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে সাধারণ মানুষ নদী পারাপার হতে পারলেও প্রায় ৪০ কি: মি: পথ ঘুরে কৃষিপণ্য সহ অন্যান্য মালামাল আনা নেওয়া করতে হচ্ছে হাজার হাজার মানুষকে। তবে ব্রিজ নির্মাণের কনসালটেন্ট বলছেন, সেখানে ব্রিজ নির্মাণের সাম্ভাব্যতা যাচাইয়ের কাজ অনেকদূর এগিয়েছে।

জানা যায়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এবং দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার সীমানা দিয়ে বয়ে গেছে টাঙ্গন নদী। পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের আতাই ঘাটে এ নদীতে ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে প্রতিদিন শত শত সাধারণ মানুষ নদী পারাপার হচ্ছেন।

এ ঘাটের পশ্চিম পাশে পীরগঞ্জ উপজেলার জাবরহাট, দৌলতপুর, সেনগাঁও ও হাজীপুর ইউনিয়ন। পূর্ব পাশে সেতাবগঞ্জ, উপজেলার রনগাঁও ও নাফানগর ইউনিয়ন। দুই উপজেলার ৬ ইউনিয়নের মানুষের নদীর উভয় পাড়ে জায়গা জমি রয়েছে। কৃষি সহ বিভিন্ন কাজে এইসব এলাকার মানুষের একে অপরের সাথে যোগাযোগের একমাত্র ভরসা নৌকা। এই ঘাটের উভয় পাশে সেতাবাগঞ্জ ও জাবরহাট নামে দুইটি বড় বাজার রয়েছে।

আরও পড়ুন

এ বাজারে কৃষি পণ্যসহ অন্যান্য জিসিনপত্র বেচা কেনার জন্য মানুষজনকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও নদীর এপারে পীরগঞ্জ উপজেলায় সেতাবগঞ্জে বেশ কয়েকটি চিনিকল রয়েছে। এইসব চিনিকলের আখ ৪০ কি.মি. ঘুরে চিনিকলে নিতে হয়। এতে সময় ও খরচ বাড়ে। আতাই ঘাটে ব্রিজ নির্মাণের জন্য মানববন্ধন সহ সভা সমাবেশ করে আসছেন নদী পাড়ের মানুষ। ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরাও।

জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানান, সেখানে ব্রিজ নির্মাণ হলে, এলাকার যোগাযোগ ব্যবস্থা সহ আত্মসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে। ব্রিজ নির্মাণের স্বাম্ভব্যতা যাচাইয়ের কাজ অনেকাংশে এগিয়েছে বলে জানান ইকিউএমএস নামে একটি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানির সহকারী কনসালটেন্ট শাহরিয়ার হোসেন সিয়াম। আর দুটি টিম সরেজমিনে এসে কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন। এরপরই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ হাজার শিক্ষার্থীকে নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ প্রদান

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন