ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

সান্তোসে দুই বছর পর জোড়া গোল পেলেন নেইমার

সান্তোসে দুই বছর পর জোড়া গোল পেলেন নেইমার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: নেইমারের খেলার ধার আর আগের মতো নেই। থাকবে কীভাবে? বছরের বেশিরভাগ সময় তো তাকে কাটাতে হয় চোটকে সঙ্গী করেই! ফলে পারফরম্যান্সও অনেকটাই ক্ষয়ে গিয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টারের।

স্বদেশি ক্লাব সান্তোসে গিয়ে তো দর্শকের দুয়োও শুনেছেন কদিন আগে। রেগেমেগে ওই দর্শকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নেইমার। যে ঘটনা নিয়ে আলোচনাও হয়েছে বেশ।

দুয়ো শোনা স্বাভাবিক। তার যে মান, তার কাছে সমর্থকদের যে প্রত্যাশা, সেটি পূরণ করতে পারছিলেন না নেইমার। অবশেষে সেরা ছন্দে দেখা গেলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। দীর্ঘ প্রায় দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল করেছেন তিনি।

সোমবার রাতে ব্রাজিলিয়ান সিরিআর ম্যাচে জুভেন্টুদের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে সান্তোস। জোড়া গোল করে জয়ের নায়ক নেইমার। ম্যাচের ৩৬ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে সান্তোসের হয়ে গোলের সূচনা করেন নেইমার। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো ব্যারেল।

আরও পড়ুন

প্রথমার্ধের স্টপেজ টাইমে মার্সেলো হার্মেস কর্নার নেন এবং উইলকার অ্যাঞ্জেল হেডে একটি গোল শোধ করেন জুভেন্টুদের হয়ে। দ্বিতীয়ার্ধে সান্তোস অনেক ভুল করে, এমনকি জুভেন্টুদের চাপের মুখে পড়ে। কিন্তু শেষ হাসি হেসেছে সান্তোসই। রক্ষণভাগের ভুলে পেনাল্টি পান নেইমার। ৮০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন তিনি।

২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচে খেলতে পেরেছেন নেইমার। এছাড়া এক ম্যাচে জোড়া গোল পেয়েছেন প্রায় দুই বছর পর। শেষবার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে বলিভিয়াকে ৫-১ ব্যবধানে হারানোর ম্যাচে দুই গোল করেছিলেন এই তারকা ফরোয়ার্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন কারাদন্ডাদেশ

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ প্রধান আসামি গ্রেফতার

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের গণমিছিল