‘জীবনের ঝুঁকি’ নিয়ে মাঠে নামতে প্রস্তুত ওকস

স্পোর্টস ডেস্ক : ওভালে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চলমান শেষ টেস্ট ম্যাচে আজ এক উত্তেজনাপূর্ণ শেষ দিনের অপেক্ষা। ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৩৫ রান আর ভারতের লক্ষ্য ৪ উইকেট নেয়া।
চতুর্থ দিন শেষে ক্রিজে আছেন ইংল্যান্ডের দুই ব্যাটার জেমি স্মিথ (২*) এবং ক্রেইগ ওভারটন (০*)। টেস্টের শেষদিন তাদের ওপরই নির্ভর করবে ইংল্যান্ডের জয় লাভের সম্ভাবনা। তবে প্রয়োজনে ইংল্যান্ডের লোয়ার-অর্ডার ব্যাটাররা গাস অ্যাটকিনসন এবং জশ টাং প্রস্তুত রয়েছেন। যদি ইংল্যান্ডের ব্যাটিংয়ে আরও বিপর্যয় ঘটে, তাহলে কঠিন পরিস্থিতিতে ক্রিস ওকসও ব্যাট করতে নামতে পারেন। যদিও ওকসের চোট গুরুতর তবে দলের প্রয়োজনে তিনি নিজের ঝুঁকি নিয়েও ব্যাটিং করতে নামতে প্রস্তুত।
ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বলেন, ‘বাকিদের মতো ওকসও আমাদের সঙ্গেই রয়েছে। এটা এমন এক সিরিজ, যেখানে খেলোয়াড়দের জীবন ঝুঁকির মুখে ফেলতে হয়েছে। (ম্যানচেস্টার টেস্টে) ঋষভ পান্ত ভাঙা পা নিয়েই ব্যাট করেছেন। ক্রিস ওকসও ইংল্যান্ডের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত।’
আরও পড়ুনএদিকে, ওভাল টেস্টের ওকস প্রথম দিন ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করলে বাম কাঁধে গুরুতর আঘাত পান। পরে স্ক্যান করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে যে, তাকে আর ম্যাচে ফিরিয়ে আনা সম্ভব নয়। মাঠ ছাড়ার সময় ওকস কাঁধে ব্যথা নিয়ে ফিজিওর সহায়তায় হাঁটছিলেন। এরপর আর মাঠে ফেরেননি। তবে, টেস্টের চতুর্থ দিন ওকসকে ড্রেসিংরুমে ম্যাচের জার্সি পরে দেখা গেছে, তার বাম হাতে ছিল কালো ব্যান্ডেজ। স্পষ্টতই যদি পরিস্থিতি প্রয়োজন হয় তবে এক হাতে ব্যাটিংয়ে নামতে প্রস্তুত আছেন তিনি। রুট আরও বলেন, ‘সে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তবে তার কাছে এটা অনেক বড় ব্যাপার। ইংল্যান্ডের জন্য তার এই নিবেদন তার চরিত্র ও ব্যক্তিত্বের প্রতিফলন।’
মন্তব্য করুন