ভিডিও সোমবার, ০৪ আগস্ট ২০২৫

কিউরেটর গামিনীর বিকল্প খুঁজছে বিসিবি!

কিউরেটর গামিনীর বিকল্প খুঁজছে বিসিবি!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড’র (বিসিবি) সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন কিউরেটর গামিনী ডি সিলভা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একমাত্র কিউরেটর তিনি। তবে গেল কয়েক বছর ধরে স্লো উইকেট বানানো নিয়ে বেশ সমালোচিত হচ্ছেন এই লঙ্কান। 

সম্প্রতি গামিনীর সঙ্গে চুক্তি নবায়নও করেছে বিসিবি। তবুও তার বিকল্প খোঁজার মিশনে নেমেছে বিসিবি। গামিনীর বিকল্প খোঁজা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ‘অবশ্যই সেটার (গামিনীর বিকল্প খোঁজা) কাজ চলছে।’ বিসিবি’র ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম।

এশিয়া কাপের ভেন্যু আবুধাবির উইকেটের সঙ্গে মিল রেখে নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। ফাহিম বলেন, ‘আমরা তো ওইভাবে উইকেট তৈরি করতে পারব না। আমাদের এখানে সম্ভাব্য সেরা উইকেট খুব সম্ভবত সিলেটে। যেখানে একটু রান হয়। টি-টোয়েন্টিতে এমন উইকেট দরকার যেখানে রান হবে। বাংলাদেশের মধ্যে সিলেটই বোধহয় সেই জায়গা। আমরা চেষ্টা করব সিলেটে খেলাগুলো দিতে। সুতরাং আমাদের পক্ষে আদর্শ প্রস্তুতি বলতে যা বোঝায় আমরা যেন সেটা করতে পারি।’

আরও পড়ুন

সিলেটে অন্তত ১৭০-১৮০ রানের উইকেট চান জানিয়ে ফাহিম আরও বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। যদি ৩০০ রানের উইকেট বানাতে পারি তাহলে আমরা তাই চাইবো। সেটা তো সম্ভব হবে না। ৩-৪ দিন আগে আমি সিলেট গিয়েছিলাম এবং উইকেট দেখেছি, ভালো ব্যাটিং উইকেট বানানো যায়। আগেও দেখেছি সেটা। আমাদের হাতে এখনো বেশ সময় আছে এবং আমরা মোটামুটি ভালো উইকেট না বানাতে পারার কোনো কারণ নেই। অবশ্যই, এমন উইকেট না যেখানে ১৩০-১৪০ রান করতে কষ্ট হবে। আমরা চাইবো অন্তত ১৭০-১৮০ রানের উইকেট হোক, সম্ভব হলে ২০০ রানের উইকেটও হোক।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীমনি :আমি আমার বাচ্চাদের খালে ফালায়ে দিছি হিহিহি….. খুশি?

উপদেষ্টা আসিফ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : নাছির উদ্দিন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা

চলতি মাসেই ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

মাদক সেবনে নিষেধ করায় ব্যবসায়ীকে হাতুড়িপেটা

ঢাবির শহীদুল্লাহ হলে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ বসবাস: সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতকরণে জরুরি পদক্ষেপ দাবি