বগুড়ায় ডিবি’র পৃথক অভিযানে গাঁজা ফেন্সিডিল ও ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : বগুড়া গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজা, ৪৫ বোতল ফেন্সিডিল ও ১শ’ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুইদিনে পৃথক তিনটি অভিযানে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৯), খুলনার খালিশপুর উপজেলা সদরের মো: খলিলের ছেলে আনোয়ার হোসেন (৫৪), কুমিল্লা কোতোয়ালী থানার ধর্মপুর রেলগেট এলাকার দুলাল মিয়ার ছেলে রাজিব হোসেন (৩০), বুড়িচং উপজেলার রাজাপুর নতুনপাড়া এলাকার মৃত বশত আলীর ছেলে মোসলেম উদ্দিন (৬০) ও বগুড়া সদরের এরুলিয়া আরজি পলিবাড়ি এলাকার জিন্নাত প্রামানিকের ছেলে মো: রিমন (২০)।
বগুড়া ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে ডিবি’র একটি টিম বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে থেকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ জাকির হোসেনকে গ্রেফতার করে। আজ শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ডিবি’র অপর একটি টিম বগুড়া সদরের ছিলিমপুর এলাকা থেকে সাড়ে ৫ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন, রাজিব হোসেন ও মোসলেম উদ্দিনকে গ্রেফতার করে।
আরও পড়ুনএকই দিন ডিবি’র অপর একটি টিম বগুড়া সদরের পুরান বগুড়া তিনমাথা এলাকা থেকে ১শ’ পিস ইয়াবাসহ রিমনকে গ্রেপ্তার করে। মাদক কারবারিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন