ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

‘বিশ্বাসের’ ভেলায় চড়ে সিরাজের ওভাল জয়

মোহাম্মদ সিরাজ।

স্পোর্টস ডেস্ক : দারুণ বোলিং করে ওভাল টেস্টে একাই ইংল্যান্ড দলকে কোণঠাসা করে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। তবে হ্যারি ব্রুকের ক্যাচ মিস সিরাজকে বানিয়ে দিতে পারত খলনায়ক। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেও সীমানায় রা দিয়ে ছক্কা বানিয়ে এই ইংলিশ ব্যাটারকে তিনি ব্যক্তিগত ১৯ রান দিয়েছিলেন জীবন।
 

সেই ব্রুকই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ভারতের সামনে। সেঞ্চুরি করে ইংল্যান্ডকে দেখিয়েছিলেন জয়ের স্বপ্ন। তবে শেষ পর্যন্ত তা হতে দেননি সিরাজই। শেষ দিনে সেই পাপমোচন করেছেন ভারতের এই পেসার। পুরো দিনে ইংল্যান্ডের তখন দরকার মাত্র ৩৫ রান, আর ভারতের ৪ উইকেট।

এর মধ্যে তিন উইকেট একাই তুলে নিয়ে ভারতকে ৬ রানের নাটকীয় জয় এনে দিয়েছেন সিরাজ। তাতে ভারত ২-২ সমতায় সিরিজ ড্র করতে পেরেছে। এই ম্যাচে দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সিরাজই। এরপর তার কণ্ঠে ঝরেছে আত্মবিশ্বাসের ফুলঝুরি। সিরাজ জানিয়েছেন ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস ছিল তার।

ভারতের এই পেসার বলেন, 'আমার অনুভূতি ভাষায় বর্ণনা করতে পারছি না। গতকালের ঘটনার পর মনে হয়েছিল, আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছি। যদি লাঞ্চের আগে হ্যারি ব্রুককে আউট করতে পারতাম আমরা, তাহলে পরিস্থিতি ভিন্ন হতো। পঞ্চম দিনে গড়াত না ম্যাচ। সেটা ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। কিন্তু তারপর আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াই।'

সকালেই গুগল থেকে বিশ্বাস (বিলিভ) লেখা একটি ছবি ডাউনলোড করে ফোনের ওয়ালপেপারে ঝুলিয়েছিলেন তিনি। সেটাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে তাকে। এই বিষয়টি খোলাসা করে তিনি বলেন, 'আজ সকালে ঘুম থেকে উঠে নিজেকে বললাম, আমি ম্যাচ ঘুরিয়ে দেব। গুগল থেকে ‘বিশ্বাস’ (লেখা) ছবি ডাউনলোড করে আমার ফোনের ওয়ালপেপার হিসেবে রেখে দিই।'

আরও পড়ুন

শেষদিনের শুরুটা দারুণ ছিল ইংল্যান্ডের। প্রসিধ কৃষ্ণাকে টানা দুই বাউন্ডারিতে স্বাগত জানিয়েছিলেন জেমি ওভারটন। শুরুতেই সিরাজ ফিরিয়ে দেন জেমি স্মিথকে। এরপর তিনি আউট করেন ওভারটনকে। প্রসিধ কৃষ্ণা এরপর বোল্ড করেন জশ টাংকে। গাস অ্যাটকিনসন শেষ পর্যন্ত চেষ্টা চালান এক হাতে ব্যান্ডেজ করে নামা ক্রিস ওকসকে নিয়ে। তবে দারুণ এক ইয়র্কারে অ্যাটকিনসনকে ফিরিয়ে ভারতকে দারুণ জয় উপহার দেন সিরাজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন কারাদন্ডাদেশ

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ প্রধান আসামি গ্রেফতার

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের গণমিছিল