গোপালগঞ্জে মাছের ঘের কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে মাছের ঘের কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার (১৬ মে) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদের মধ্যে গুরুতর আহত পলাশ ফকির (২৬), জালাল ফকির (৪৫), মেহেদী ফকির (৩০) ও মানসুর ফকিরসহ (৪০) সাত জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনকোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে ইউপি সদস্য ইব্রাহিম ফকির না জানিয়ে কয়েকজনের জমি নিয়ে একটি মাছের ঘের কাটেন। এ দিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে ইউপি সদস্য ইব্রাহিম ফকির ও তার লোকজন বিরোধীয় জমিতে ঘের কাটতে গেলে লায়েক ফকির ও তার লোকজন বাধা দেয়।”
“কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের সমর্থকেরা অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। এদের মধ্যে মারাত্মক আহত সাত জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
ওসি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি।
মন্তব্য করুন