জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের গণমিছিল

স্টাফ রিপোর্টার : ছত্রিশে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে শহরে বিশাল গণমিছিল বের হয়। শহীদ খোকন পার্ক থেকে শুরু হয়েছি মিছিলটি শহরের জলেশ্বরীতলা, ইয়াকুবিয়া স্কুল মোড় হয়ে সাতমাথা অতিক্রম করে বড়গোলা হয়ে নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
গণমিছিলে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা অংশগ্রহণ করে। গণমিছিলের আগে শহীদ খোকন পার্কে শহর আমির ও বগুড়া-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী।
আরও পড়ুনশহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল হাকিম, জামায়াত নেতা এড. রিয়াজ উদ্দিন, সেলিম রেজা, আল আমিন, আব্দুল হামিদ বেগ, শহর শিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম আকন্দ, গাবতলী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস আলী, শাজাহানপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, গাবতলী উপজেলা সেক্রেটারি আব্দুল ওাদুদ পুটু, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, আইন বিষয়ক সম্পাদক এড. শাহীন মিয়া, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষা সম্পাদক হেদাইতুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সেক্রেটারি মাস্টার আনোয়ার হোসেন, শহর শিবিরের সেক্রেটারি সফিকুল ইসলাম প্রমুখ।
মিছিলের আগে শহীদ খোকন পার্কে সমন্বয় সাহিত্য-সাংস্কৃতিক সংসদের শিল্পীরা সমাবেশে জুলাই সংগীত পরিবেশন করেন।
মন্তব্য করুন