ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে নির্যাতন সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেফতার

বগুড়ার ধুনটে নির্যাতন সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা, স্বামী গ্রেফতার। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় শিল্পী খাতুন (৩৭) নামে এক গৃহবধূর ওপর নির্যাতন চালিয়ে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় তার স্বামী বাবর আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলার এলাঙ্গী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবর আলী উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামের হবি ফকিরের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শৈলমারি গ্রামের খোরশেদ আলীর মেয়ে শিল্পী খাতুনের প্রায় ১৫ বছর আগে বাবার আলীর সাথে বিয়ে হয়। বিয়ের পর সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। শিল্পী-বাবর দম্পতির ঘরে ২ কন্যা সন্তানের জন্ম হয়।

এ অবস্থায় সংসারের নানা সমস্যা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া-বিবাদ হতে থাকে। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় ঝগড়ার এক পর্যায়ে বাবর আলী তার স্ত্রী শিল্পী খাতুনকে শারীরিক ভাবে নির্যাতন করে। স্বামীর নির্যাতন সইতে না পেরে ওই দিন দুপুর ২টায় বাড়িতে অন্য কোন লোকজন না থাকায় শিল্পী খাতুন স্বামীর ঘরে তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন

ওই দিন পুলিশ ঘটনাস্থল থেকে শিল্পী খাতুনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরন করে। এ ঘটনায় প্রায় এক বছর পর নিহতের চাচাত ভাই পলাশ মিয়া বাদি হয়ে ৪ আগষ্ট সোমবার রাতে বাবর আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় পুলিশ শিল্পী খাতুনের স্বামী বাবর আলীকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, আশপাশের এলাকার লোকজনের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বিয়ের পর আসামি বাবর আলীর সঙ্গে শিল্পী খাতুনের ঝগড়া হতো। এই ঝগড়া বিরোধের জের ধরে স্বামীর নির্যাতনে শিল্পী খাতুন আত্মহত্যা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন কারাদন্ডাদেশ

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ প্রধান আসামি গ্রেফতার

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের গণমিছিল