বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে ভয়ংকর কিশোর গ্যাংয়ের নির্যাতন, হামলা-মামলা ও হুমকি-ধামকিতে প্রায় ৫০ পরিবারের লোকজন চরম আতংকের মধ্যে দিনযাপন করছে। এই কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার গোসাইবাড়ি কলেজপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় আধাঘন্টা ব্যাপী কর্মসূচিতে এলাকার শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, কলেজ পাড়ার শহিদুল ইসলাম, আব্দুল লতিফ, রফিকুল ইসলাম, শামসুল আলম, ইজ্জত আলী, শাপলা খাতুন, নাছিমা বেগম, ফুলেরা খাতুন, আবেদা খাতুন প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, কলেজপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের নির্যাতন বৃদ্ধি পেয়েছে। গত ১১ সেপ্টেম্বর কলেজ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। তারা হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি।
আরও পড়ুনএ ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। তারা প্রতি রাতেই বাড়ি বাড়ি এসে নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে। তাদের ভয়ে চরম নিরাপত্তায় আছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেও বিচার পাওয়া যাচ্ছে না।
মন্তব্য করুন