মেসিকে ধরে রাখতে ডি পলকে চায় মায়ামি!

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে ধরে রাখতে তার পুরোনো সঙ্গী রদ্রিগো ডি পলকে দলে টানতে চাচ্ছে ইন্টার মায়ামি। ২০২২ বিশ্বকাপে মেসির ছায়াসঙ্গী, মাঠে-বাইরে যাকে ঠাট্টা করে মেসির ‘বডিগার্ড’ বলা হয়, সেই ডি পলকে আনতে এখন উঠেপড়ে লেগেছে মার্কিন ক্লাবটি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দীর্ঘ সময় ধরে মেসির সঙ্গে খেলা ডি পল কেবল মাঠেই নয়, ড্রেসিংরুমেও মেসির কাছের মানুষ। মায়ামি চাইছে, ডি পলকে দলে এনে মেসির ক্লাবে থাকা আরও নিশ্চিত করতে-এমনটাই দাবি ‘মায়ামি হেরাল্ডের’।
৩১ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে অ্যাতলেটিকো মাদ্রিদের নিয়মিত সদস্য এবং চলতি মৌসুমে লা লিগার ‘টিম অব দ্য ইয়ার’-এ জায়গা করে নিয়েছেন। ২০২৬ সাল পর্যন্ত তার চুক্তি থাকলেও ক্লাব এরই মধ্যে তার জন্য ১৭ মিলিয়ন ডলারের মূল্য নির্ধারণ করেছে। মায়ামির সবচেয়ে বড় সমস্যা দলগঠন এবং ট্রান্সফার রুলস। নেইমার ও ডি ব্রুইনেকে দলে টানার চেষ্টাও আটকে গিয়েছিল এমএলএসের কঠোর নিয়মে। যদিও ক্লাব মালিক জর্জে মাস বর্তমানে মাদ্রিদে অবস্থান করছেন-যা গুজবকে আরও শক্তিশালী করছে।
তবে ডি পলকে দলে আনলে মধ্যমাঠে ভারসাম্য রাখতে হবে। বর্তমানে সেখানে রয়েছেন সার্জিও বুসকেতস ও বেঞ্জামিন ক্রেমাশ্চি। ডি পলের আগমনে তাদের কাউকে হয়তো পজিশন ছাড়তে হতে পারে। তবে বুসকেতসের চুক্তি এ মৌসুমেই শেষ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডি পল হতে পারেন তার যোগ্য উত্তরসূরি। ডি পল ও মেসির সম্পর্ক কেবল বন্ধুত্বে আটকে নেই।
আরও পড়ুন২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলে তারা ছিলেন অবিচ্ছেদ্য অংশ। মাঠে ডি পলের লড়াকু মনোভাব এবং রক্ষণাত্মক দৃঢ়তা মেসিকে বারবার সুরক্ষা দিয়েছে প্রতিপক্ষের আক্রমণ থেকে—তাই তো ‘বডিগার্ড’ তকমা।
মন্তব্য করুন