নিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই, ২০২৫, ০৮:০৮ রাত
বেড়াতে গিয়ে কন্যাশিশুর নামকরণ করলেন আমির খান
_original_1751897258.jpg)
বেড়াতে গিয়ে কন্যাশিশুর নামকরণ করলেন আমির খান
বিনোদন ডেস্কঃ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান বর্তমানে আলোচনায় রয়েছেন তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’-এর রেকর্ড গড়ে। তাছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয়নি এই অভিনেতার। এবার ভিন্নরকম অভিজ্ঞতা অর্জন করলেন আমির খান।
সম্প্রতি বিশেষ নিমন্ত্রণে হায়দরাবাদে গিয়েছিলেন আমির খান। সেখানে যেয়েই একটি শিশুর নাম রাখেন তিনি। মূলত সেই শিশুকন্যা দক্ষিণী অভিনেতা বিষ্ণু বিশাল ও প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টার কন্যাসন্তান।
আরও পড়ুনগত ২২ এপ্রিল তাদের পরিবারে আগমন ঘটে এই নতুন অতিথির। সেই আনন্দেই আয়োজন হয়েছিল নামকরণ উৎসবের, যেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমির খান; এই নায়ক শিশুটির নাম রাখেন ‘মীরা’।
জ্বালা ও বিষ্ণু সামাজিক মাধ্যমে নামকরণের মুহূর্তের কিছু মধুর ছবিও ভাগ করে নেন। ছবিতে দেখা যায়, আমিরের কোলজুড়ে ঘুমিয়ে আছে ছোট্ট মীরা, আবার কোথাও দেখা যাচ্ছে স্নেহভরে তাকে আগলে রেখেছেন অভিনেতা।
ছবির সঙ্গে আবেগঘন ক্যাপশনে জ্বালা লেখেন, ‘আমাদের মীরা। এর চেয়ে বেশি কিছু চাইতে পারি না। আমির, তোমাকে ছাড়া এই মুহূর্তটা অসম্পূর্ণ থাকত। এত সুন্দর একটা নাম দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’
মন্তব্য করুন