ভিডিও মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে রহিমের ফলদ চারা

ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে রহিমের ফলদ চারা। ছবি সংগৃহীত

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : স্থানীয়দের জনপ্রিয়তায় নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য আব্দুর রহিম উদ্দিন সরকার। এলাকাবাসীর কল্যাণে কাজ করছেন দীর্ঘদিন ধরে। এরইমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি হিসেবে নিজস্ব নার্সারি থেকে বিনামূল্যে বিতরণ করছেন নানা জাতের ফলদ চারা। নিজ এলাকা থেকে শুরু করে এসব চারা পৌঁছে যাচ্ছে গাইবান্ধার জেলার বিভিন্ন অঞ্চলে। নিজ অর্থায়নে পরিবহন করে গাছের চারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন রহিম মেম্বার।

এরই অংশ হিসেবে গত রোববার সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের বুজরুক রসুলপুর (পশ্চিম পাড়া) গ্রামে সাংবাদিক তোফায়েল হোসেন জাকিরের বাড়ির উঠানে আমের চারা বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- রহিম মেম্বারের প্রতিনিধি কাওছার হাবিব আকাশ, জীবন মিয়া, আইনুল ইসলাম, সাদুল্লাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকিরসহ অনেকে।

আরও পড়ুন

এ বিষয়ে দামোদরপুর ইউনিয়নের কাওছার হাবিব আকাশ জানান, আব্দুর রহিম উদ্দিন সরকার ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের মৃত মহির উদ্দিন সরকারের ছেলে। ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজসহ গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় নিজস্ব ১৬ বিঘা নার্সারির ফলদ চারা মানুষের মাঝে বিতরণ ও সড়কে রোপণ করে যাচ্ছেন তিনি। ইতোমধ্যে ৪০ হাজার চারা বিতরণের লক্ষ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে সেনাবাহিনীর অভিযানে চায়না দুয়ারি জাল জব্দ

দেড় কোটির বেশি টাকা ব্যয়ে শিববাটি-ফুলবাড়ি ব্রিজ হচ্ছে

বগুড়ার নন্দীগ্রামে নাসির-মুনির দই ঘরের জরিমানা

সিরাজগঞ্জে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুরে চাকু মানিক গ্রেফতার

জবি রেনেসাঁ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মাসুদ -জামিল