অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা দুই ভাইসহ গ্রেপ্তার ৪
-686d099285982_original_1751988761.jpg)
অনলাইনে বিভিন্ন পণ্যে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অপরদিকে শত শত পরিবার হচ্ছে নিঃস্ব।
নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর ও যাদবপুর গ্রামে গতকাল সোমবার (৭ জুলাই) সকাল থেকে ৮ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. শুকুর আলী মুন্সির ছেলে মো. মুসাব্বির মুন্সি সিপাতুল্য (২৮), যাদবপুর গ্রামের শেখ বাহার উদ্দিনের দুই ছেলে মো. নাজমুল হুসাইন (৩১) ও বাপ্পি হাসান ওভি (২৭) এবং একই গ্রামের মো. আফসার মীনার ছেলে মো. রনি মীনা (৪১)।
আরও পড়ুনভুক্তভোগী আহাদ বলেন, একটা মোটরসাইকেলের জন্য কয়েক দফায় পর্যায়ক্রমে ১ লাখ ৯৫ হাজার টাকা তাদের দিয়েছি। গাড়ি দেওয়ার কথা বলে আমাকে এক মাস ধরে হয়রানি করছে। আটককৃত ৪ প্রতারকের কঠোর শাস্তি দাবি করি।
এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.আশরাফুল ইসলাম বলেন, অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ও প্রতারণা সংক্রান্তের মামলায় গ্রেফতার করা হয়েছে। ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে এবং পেইজগুলোকে টাকা দিয়ে বুস্টিংয়ের মাধ্যমে অধিক মানুষের কাছে তাদের লোভনীয় বিজ্ঞাপন পৌঁছে দেয় এবং প্রতারণা করে।
মন্তব্য করুন