নেতার পরিবর্তন হয়েছে আদর্শ বদলায়নি : মুফতি ফয়জুল করিম

নাটোর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি। বিএনপি-আওয়ামী লীগ এক গাছের দুই ডাল। তাই দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিতরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছেন। নতুন করে তাদের আর পরীক্ষা নেয়ার কিছু নেই। এবার দেশের মানুষ ইসলামী দলগুলোকে দায়িত্ব দিতে চায়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার সময় নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দলটির নাটোর জেলার শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
এতে জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, খেলাপথ মজলিস, হেফাজত ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, ১৯৯১ সালে বিএনপি একাই নির্বাচন করেছিল। এই বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে। আবার বিএনপি শিখছে আওয়ামী লীগের কাছ থেকে।
একই গাছের দুই ডাল বিএনপি-আওয়ামী লীগ। তারা দুই সাপের একই বিষ। এটা হলো ধোকার দেশ। বাংলাদেশের মানুষের মেধা শক্তি ৪০দিন। আওয়ামী লীগ এত বছর যা কিছু করেছে, কিছুদিন পর সব কিছু মানুষ ভুলে যাবে। নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি।
আরও পড়ুনগণসমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক স¤পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুননাবী, কেন্দ্রীয় সহ-সাধারণ স¤পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন, নাটোর জেলার সাধারণ স¤পাদক এমএম ওমর ফারুক, নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক মো. ইউনুস আলী, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি এড. হারুনুর রশীদ বুলবুল, হেফাজত ইসলামের জেলার সাধারন সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
শেষে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম জেলার চারটি সংসদীয় আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। তারা হলেন- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সদস্য ড. আব্দুল্লাহ আল বাকী, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, নাটোর-৩ (সিংড়া) আসনে জেলা শাখার সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে মুফতি মাওলানা আব্দুল আহাদ। পরে একই স্থানে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন