ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

রাজশাহী বোর্ডে মেধা ও পাসের হারে সেরা বগুড়া

রাজশাহী বোর্ডে মেধা ও পাসের হারে সেরা বগুড়া, ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বিগত কয়েক বছরের মতো এবারও রাজশাহী শিক্ষা বোর্ডের আটটি জেলার মধ্যে মেধা ও পাসের হারে এগিয়ে বগুড়া। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ এবং মেধায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী। পাসের হারে তৃতীয় অবস্থানে রয়েছে জয়পুরহাট এবং মেধায় তৃতীয় সিরাজগঞ্জ।

রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এই বোর্ডের অধীনে অংশ নেওয়া আটটি জেলার মধ্যে বগুড়ায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সেরা হয়েছে। ২০২৫ সালে বগুড়া জেলা থেকে ৩৩ হাজার ৩৪ ১জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৭ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৮৩ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯শ’ শিক্ষার্থী। পাসের হারে দ্বিতীয় অবস্থানে থাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে এবছর ১৪ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১১ হাজার ৯৬৮ জন, এই জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী। মেধায় দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী জেলা থেকে এবার ২৬ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২০ হাজার ৪৩৭ জন, পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৩৯ জন। পাসের হারে তৃতীয় অবস্থানে থাকা জয়পুরহাট জেলা থেকে ৮ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৮৯১ জন, পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। এই জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩২৮ জন। মেধায় তৃতীয় অবস্থানে থাকা সিরাজগঞ্জ থেকে এবার ৩২ হাজার ৪৫২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৩ হাজার ১৪১ জন, পাসের হার ৭১ দশমিক ৩১ শতাংশ। এই জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১০৪ জন। এছাড়া নাটোর থেকে ১৫ হাজার ৫০৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১১ হাজার ৮৮৪ জন, পাসের হার ৭৬ দশমিক ৬৪ শতাংশ। এই জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৪১ জন। নওগাঁ থেকে এবার ২২ হাজার ২৯২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার ২৬৭ জন, পাসের হার ৭৭ দশমিক ৪৬ শতাংশ। এই জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৮১ জন। পাবনা থেকে এবার ২৭ হাজার ৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২০ হাজার ৫৫৬ জন, পাসের হার ৭৫ দশমিক ৯০ শতাংশ। পাবনা জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭১০ জন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের সাথেই জন্মদিন উদযাপন করবো :পূর্ণিমা

জবির ভূমিদাতা কিশোরী লাল রায়ের শততম মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে প্রার্থনা সভা

বগুড়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরেফিন গ্রেফতার

বগুড়ায় ধর্ষণের মামলায় কৃষি কর্মকর্তা জেলহাজতে

সাত মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু