ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

আজ শেষ হচ্ছে মুসাফির রনি’র ‘জোনাকির আলো’

আজ শেষ হচ্ছে মুসাফির রনি’র ‘জোনাকির আলো’

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের মেধাবী নাট্যনির্মাতা মুসাফির রনি নির্মিত ধারাবাহিক নাটক ‘জোনাকীর আলো’ আজ ১৫৬’তম পর্ব প্রচারের মধ্যদিয়ে শেষ হতে যাচ্ছে। আজ রাত ৯.৩০ মিনিটে ‘জোনাকীর আলো’র শেষ পর্ব এনটিভিতে প্রচার হবে বলে জানালেন মুসাফির রনি। মুসাফির রনি বিশেষত ধারাবাহিক নাটক নির্মাণে ভীষণ গুছানো, পরিপাটি এবং দক্ষ।

নাটকটির প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শেলী আহসান, ড. নাজনীন চুমকি, সালহা খানম নাদিয়া, ফারজানা আহসান মিহি’ সহ আরো অনেকে। নির্মাতা মুসাফির রনি বলেন,‘ একটি ধারাবাহিক নাটক নির্মাণ এবং তা প্রচার শুরু হবার পর জনপ্রিয়তা পেলে তার পর্ব বাড়ানো একজন নির্মাতার জন্য নিঃসন্দেহে অনেক আনন্দের। তবে এই আনন্দের নেপথ্যে অনেক কষ্টও থাকে। সেই কষ্টগুলো হয়তো কখনো কোনো নির্মাতা প্রকাশ করতে চান না। কারণ সেসব কষ্ট একজন নির্মাতা ভুলে যান যখন দর্শক নাটকটির প্রতি সর্বোচ্চ ভালোবাসা দেখান এবং শিল্পীরা শতভাগ সহায়তা করেন।

জোনাকীর আলো-এমনই এক ধারাবাহিক যে ধারাবাহিকটি নির্মাণকালে শিল্পীরা আমাকে শতভাগ সহযোগিতা করেছেন। দর্শকের কাছ থেকে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। নাটকটির আজ শেষ পর্ব। নির্মাতা হিসেবে আমার আরো একটা সফল যাত্রা শেষ হলো। আশা করছি নতুন নাটক নিয়ে শিগগরিই দেখা হবে।’

এতে অভিনয় প্রসঙ্গে ভীষণ গুনী ও ভার্সেটাইল অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন,‘ এনটিভিতে যতোগুলো ধারাবাহিক নাটক প্রচার হয় তারমধ্যে জোনাকির আলো অন্যতম দর্শকপ্রিয় একটি নাটক। এটি একটি পারিবারিক গল্পের নাটক। আমি এই ধারাবাহিকের শুরু থেকেই যুক্ত আছি। মুসাফির রনি যত্ন নিয়ে নাটক নির্মাণের চেষ্টা করে।’

ইন্তেখাব দিনার বলেন,‘ মুসাফির রনি যত্ন নিয়ে কাজ করার চেষ্টা করে। যার কারণে তার জোনাকীর আলো দর্শক পছন্দ করেছেন। আজ শেষ পর্ব প্রচার হবে। কিছুটা খারাপতো লাগছেই , কারণ আমরা একটা পরিবারের মতো হয়েই এতে কাজ করেছিলাম।’

আরও পড়ুন

শেলী আহসান বলেন,‘ মুসাফির রনি আরো চমৎকার গল্পের নাটক নিয়ে ফিরবে, এমনটাই প্রত্যাশা।’

ড.নাজনীন চুমকি বলেন,‘ নাটকটিতে কাজ করার আমার অন্যতম কারণ ছিলো সেলিম ভাই। তারসঙ্গে অভিনয় করাটা আমি ভীষণ উপভোগ করি। রনি চেষ্টা করেছে দর্শককে একটি ভালো নাটক উপহার দিতে। আমরাও তাকে সর্বাত্বক সহযোগিতা করার চেষ্টা করেছি।।’

মিহি বলেন,‘ জোনাকির আলো পুরো টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা খুউব চমৎকার। নিজেকে অভিনয়ে সৃমদ্ধ করার সুযোগ পেয়েছি এই ধারাবাহিকে কাজ করে। দর্শককে আজ শেষ পর্ব দেখার নিমন্ত্রণ রইলো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্লোবাল আইকন হিসেবে নতুন মাইলফলকে দীপিকা

লালমনিরহাটে মাদক মামলায় যুবককের যাবজ্জীবন 

সিরাজগঞ্জে ১৫৮ বোতল ফেনসিডিলসহ ৩ নারী গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণের দাম

খৈয়াছড়া ঝরনায় পর্যটক ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮