ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার সারিয়াকান্দির প্রধান পর্যটন কেন্দ্র কালিতলা গ্রোয়েন বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বগুড়ার সারিয়াকান্দির প্রধান পর্যটন কেন্দ্র কালিতলা গ্রোয়েন বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দির প্রধান পর্যটন কেন্দ্র কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ড। এ সময় একটি এস্কেভেটর মেশিন দিয়ে গ্রোয়েনবাঁধ এলাকায় গড়ে উঠা বিভিন্ন পাকা এবং আধাপাকা ১শ’র বেশি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো: আতিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের এসও আব্দুল মালেক মিয়া, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর সোহেল রানা, জামায়াত নেতা আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ।

জানা গেছে, বগুড়া সারিয়াকান্দির প্রধান পর্যটন কেন্দ্র কালিতলা গ্রোয়েনবাঁধে প্রতিদিন হাজার দর্শকের আগমন ঘটে। গ্রোয়েনবাঁধটির দুইপাশে গত কয়েক বছরে শতাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিল। এতে কালিতলা গ্রোয়েন বাঁধের সৌন্দর্য বিনষ্ট হয়েছিল। আগের সৌন্দর্য ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ড।

উল্লেখ্য, বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন মৌজায় অধিগ্রহণকৃত সম্পত্তির উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ এবং অবৈধভাবে জমি দখল উদ্ধারে পানি উন্নয়ন বোর্ড বগুড়া- প্রকৌশলী মো: নাজমুল হক স্বাক্ষরিত ২১ এপ্রিল ২০২৫, তারিখে স্থাপনা অপসারণ ও জমি দখলমুক্ত করতে সকলকে চিঠি দেওয়া হয়।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বিপ্লব বলেন, কালিতলা গ্রোয়েনবাঁধ এলাকার দুইপাশে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে গ্রোয়েনবাঁধ এলাকার সৌন্দর্য নষ্ট হয়েছিল। তাছাড়া এতে পর্যটকরা তাদের যানবাহন নিরাপদে রাখতে পারেননি। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করায় আমরা এলাকাবাসী খুবই খুশি হয়েছি।

তবে ব্যবসায়ীদের যত দ্রুত সম্ভব পুনর্বাসন করা প্রয়োজন। মতির হোটেলের সত্ত্বাধিকারী মতিউর রহমান বলেন, পর্যটকরা কালিতলা গ্রোয়েনবাঁধ এলাকায় বেড়াতে এসে হাতের কাছেই বিভিন্ন ধরনের মুখরোচক  খাবার পাচ্ছেন। এটাও পর্যটকদের জন্য প্রয়োজন। পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযানে শতাধিক ব্যবসায়ী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। যারা কয়েকযুগ ধরেই বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করে আসছিল। সরকার এই ব্যবসায়ীদের পুনর্বাসন করলে আমরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবো।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, সারিয়াকান্দি কালিতলা গ্রোয়েনবাঁধ এলাকায় বেড়াতে আসা লাখো পর্যটকের সুবিধার কথা চিন্তা করে সেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য গ্রোয়েনবাঁধ এলাকার দক্ষিণ পাশে একটি বিশালাকার এলাকা প্রস্তুত করা হয়েছে। তাদের সেখানে পুনর্বাসন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পাঁচ প্রতিষ্ঠানে যাতায়াতে জনদুর্ভোগ, মাত্র ২০০ মিটার রাস্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে সুপারভাইজার নিহত

নাটোরে চিকিৎসককে গলা কেটে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, প্রেমের সম্পর্ক ও চাকরিচ্যুত করার ক্ষোভ

বগুড়ায় শাজাহানপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে আট মাসে ৯১ অভিযান জরিমানা ১৬ লাখ টাকা