ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীতে কোটি টাকার বিল জালিয়াতি অবশেষে ধরা

রাজবাড়ীতে কোটি টাকার বিল জালিয়াতি অবশেষে ধরা

রাজবাড়ীতে বিদ্যুৎ বিল সংগ্রহের নামে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়ে গা ঢাকা দেওয়া সেই ওজোপাডিকোর পিচরেট কর্মচারী ( মিটার রিডারম্যান)  মোক্তার বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। রাতেই তাকে রাজবাড়ীতে আনা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহমুদুর রহমান।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা বলেন,  তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মোক্তারকে জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন

জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চর নারায়ণপুর গ্রামের সেলিম রেজা ওরফে সেলিম মাস্টারের ছেলে মো. মোক্তার বিশ্বাস সদর উপজেলার আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে দীর্ঘ ১৫ বছর ধরে ওজোপাডিকোর বিদ্যুতের মিটার রিডারম্যান হিসেবে হিসেবে কাজ করে আসছেন। মোক্তার রাজবাড়ী জেলার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নিয়োগপ্রাপ্ত কর্মচারী মিটার রিডারম্যান হিসেবে পরিচয় দিয়ে আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকদের কাছ থেকে বিল সংগ্রহ, বিকাশের মাধ্যমে বিল আদায় এবং নতুন সংযোগের নামে অর্থ আদায় করতেন। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দুই বছরে ২টি ইউনিয়নের শতাধিক গ্রাহকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেন।পরে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ওই সব গ্রাহকদের বকেয়া বিল পরিশোধ করার জন্য নোটিশ দেয়। তখনই ফাঁস হয় মোক্তারের প্রতারণা।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২ জুলাই সকাল ১১টার দিকে ভুক্তভোগী গ্রাহকরা রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপে রাজবাড়ী ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মিটার রিডারম্যান মোক্তার বিশ্বাসের নামে রাজবাড়ী থানায় মামলা করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আটক

বগুড়ায় বাদুড়তলা সড়ক সংস্কার কাজ বন্ধ, মানুষের দুর্ভোগ

সিরাজগঞ্জে রায়গঞ্জে দুর্গাপূজাকে উপলক্ষে প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়েছে

প্রকৃত শিক্ষা সেই, যা মানুষের ভেতরে আলো জ্বালায় -বিচারপতি শাহীন

দিনাজপুরে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় ১০ জন কারাগারে

আগামী জাতীয় সংসদ নির্বাচন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে -সাবেক এমপি কাজী রফিক