নওগাঁয় মসজিদে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মসজিদ থেকে তামিম হোসেন(১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার কালীগ্রাম ডাকাহার পাড়া মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া ক্বওমি মাদ্রাসায় ঘটনাটি ঘটে। তামিম রাজশাহী জেলার চারঘাট উপজেলার খড়েরবাড়ী গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
মাদ্রাসার হিফয্ বিভাগের শিক্ষক রিফাত হোসেন জানান, তামিম হিফয্ বিভাগের ছাত্র ছিল। গত ৩দিন ধরে গলায় টনসিল হওয়ায় জ্বরে ভুগছিলো সে। আজ শুক্রবার (১১ জুলাই) দুপুরে অন্যান্য ছাত্ররা পাশের গ্রামে জামে মসজিদে জুমার নামাজ পড়তে গেলেও তামিম থেকে যায়। নামাজ পর সবাই মাদ্রাসায় এসে দুপুরের খাবারের সময়ও তামিমকে দেখা যায়নি। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মাদ্রাসার ওয়াক্তিয়া মসজিদের ভিতরে তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখা যায়। এসময় রশি কেটে তার দেহ নামানো হয়। তবে তামিম আত্মহত্যা করেছে নাকি কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে এ ব্যাপারে কোন ধারণা দিতে পারেননি তিনি।
মাদ্রাসার মহতামিম রেজুয়ানুল ইসলাম দুলাল জানান, এদিন মাদ্রাসা ছুটি থাকায় তিনি বাড়িতে ছিলেন। মাদ্রাসার একজন শিক্ষক তাকে ফোন করে বিষয়টি জানান। তবে শিশু তামিমের কোন অভিভাবক না পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুনরাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর আসল রহস্য।
মন্তব্য করুন