ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

গাইবান্ধায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজা সাইফুল ইসলামের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আপন চাচা জিয়ারুল ইসলাম (৫০)। এসময় তাকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী আছমা বেগম ও ছেলে ইসমাইল হোসেন। শুক্রবার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম (৫০) তালুক বেলকা গ্রামের মৃত জাফর আলীর ছেলে। অভিযুক্ত সাইফুল ইসলাম একই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে শুক্রবার দুপুরে প্রথমে আম খাওয়া নিয়ে চাচা জিয়ারুল ইসলামের সঙ্গে ভাতিজা সাইফুল ইসলামের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাতের বেলা চাচা জিয়ারুল ইসলামের ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তার শরীরে একাধিক আঘাত করে ভাতিজা সাইফুল। এতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান জিয়ারুল। এসময় তাকে বাঁচাতে গেলে স্ত্রী আছমা বেগম (৪৫) ও ছেলে ইসমাইল হোসেনকে (২৩) ছুরিকাঘাতে গুরুতর জখম করে সাইফুল। আহত দুই জনকে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আরও পড়ুন

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, প্রাথমিক তদন্তে হত্যার ঘটনাটি পারিবারিক বিরোধজনিত বলেই মনে হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাতিজা পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কোনোভাবেই ‘মব জাস্টিস’ বরদাশত করে না: সৈয়দা রিজওয়ানা হাসান

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা: গ্রেফতার টিটন ৫ দিনের রিমান্ডে

কুমিল্লায় গলাকাটা যুবকের লাশ উদ্ধার

চাঁদাবাজি নয়, লেনদেনের দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ

রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানিয়ে শিরোনামহীনের গান

পুরোনো রাজনীতিতে ফেরা অতটা সহজ হবে না : নাহিদ ইসলাম