ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

‘যোগাযোগ উৎসব ২০২৫’-এ মুগ্ধতা ছড়ালেন লোপা

সঙ্গীতশিল্পী লোপা হোসেইন।

অভি মঈনুদ্দীন : বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী লোপা হোসেইন। একজন সঙ্গীতশিল্পী হিসেবে তিনি যতোটা শ্রোতাপ্রিয়, একজন সংবাদ পাঠিকা হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। লোপা হোসেইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন প্রাক্তণ শিক্ষার্থী। এই বিভাগ থেকেই তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালীন সময়ে তিনি বিভাগের আয়োজিত নানান অনুষ্ঠানে তিনি সঙ্গীত পরিবেশন করতেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনাকালীন সময়েই তিনি ২০০৫ সালে ‘ক্লোজআপন ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শোতে অংশগ্রহন করেছিলেন। শীর্ষ দশেও স্থান করে নিয়েছিলেন তিনি। সেই থেকে পেশাগতভাবে গানের ভুবনেও তার যাত্রা শুরু। তখন থেকেই গানে যেমন তিনি নিয়মিত ছিলেন এটিএন বাংলায় সংবাদ পাঠেও তিনি নিয়মিত হয়ে উঠেন।

গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র শিক্ষক কেন্দ্র’তে অনুষ্ঠিত হয়েগেলো ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন’র ‘যোগাযোগ উৎসব ২০২৫’। বিকেল তিনটা থেকে রাত পর্যন্ত আয়োজিত এই উৎসবে বিভাগের বহু প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহন করে। বিভাগের একজন সাবেক শিক্ষার্থী হিসেব সাংস্কৃতিক পর্বে লোপা হোসেইন সঙ্গীত পরিবেশন করেন। পরিবেশনার শুরুতেই লোপা তার নিজের জনপ্রিয় মৌলিক গান ‘সামান্য সম্বল’ গেয়ে শোনান। নিজের মৌলিক গান দিয়েই ‘যোগাযোগ উৎসব’- এ প্রথম মুগ্ধতা ছড়ান তিনি। গানটি লিখেছেন জুলফিকা রাসেল, সুর করেছেন বেলাল খান। মিউজিক করেছেন মুশফিক লিটু। এরপর লোপা ‘ভালো আছি ভালো থেকো’ গানটি পরিবেশন করেন।

আরও পড়ুন

সর্বশেষ তিনি জেমসের গাওয়া জনপ্রিয় গান ‘পাগলা হাওয়া তরে মাটির পিদিম নিভু নিভু করে’ গানটি পরিবেশন করেন। শেষ গানের পরিবেশনায় মিলনায়তনে থাকা বিশেষত বর্তমান শিক্ষার্থীরা লোপার পরিবেশনার সাথে উচ্ছ্বাসে মেতে উঠে। বহুদিন পর টিএসসি মিলনায়তনের মঞ্চে সঙ্গীত পরিবেশন করা প্রসঙ্গে লোপা হোসেইন বলেন,‘ আমি নিজে একটু অসুস্থ। তারপরেও যোগাযোগ উৎসবে না গিয়ে থাকতে পারলাম না। আমাকে সাহস দিতে, অনুপ্রেরণা দিতে আমার আত্নাসঙ্গী সীরাজুম মুনিরও সঙ্গে ছিলো পুরোটা সময়। টিএসসির মঞ্চে দাঁড়িয়ে আসলে পুরোনো দিনের কতো কতো স্মৃতি যে চোখে ভেসে উঠে তা বলার মতো নয়। এই মঞ্চটা আমার প্রাণের জায়গা, ভালোবাসার একটি জায়গা। এখানে গান গাইতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। সবাই আমার গানে যেভাবে সাড়া দিয়েছেন, উচ্ছ্বাসে মেতে উঠেছেন তাতে সত্যিই মুগ্ধ আমি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিবারকে আমাকে এই মঞ্চে গাইবার সুযোগ করে দেবার জন্য। আর বহুদিন পর বিভাগের সাবেক শিক্ষার্থীদের অনেকের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভীষণ ভালোলাগলো। সত্যি বলতে কী পুরোটা সময়ই দারুণ উপভোগ করেছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের দেশজুড়ে বৃষ্টির আভাস

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর