ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে মারধর করলে বহিষ্কৃত যুবদল নেতা

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে মারধর করলে বহিষ্কৃত যুবদল নেতা

ফেনীর পরশুরামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. সুমন হোসেন নামে এক দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদলের বহিষ্কৃত নেতা মো. সায়েমের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ভিডিও শনিবার রাতে ভাইরাল হলেও ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে।

ভিডিওটিতে দেখা যায়, উত্তর বাজারে ‘সিয়াম স্টোর’ নামের দোকানে ঢুকে দোকানদারকে টেনে-হিঁচড়ে বাইরে নেওয়ার চেষ্টা করেন সায়েম, তার ভাতিজা মো. ফয়সালসহ কয়েকজন। একপর্যায়ে তারা সুমনের পরনের টি-শার্টও খুলে ফেলেন এবং কিল-ঘুষি ও চড় মারতে থাকেন।

ভুক্তভোগী সুমন জানান, গত বছর বন্যার সময় সায়েম তার দোকান থেকে প্রায় ১৫ হাজার টাকা মূল্যের ত্রিপল নেন। এর মধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করলেও ৫ হাজার টাকা দীর্ঘদিনেও পরিশোধ করেননি। বিষয়টি তিনি সায়েমের আত্মীয় ও স্থানীয় যুবদল নেতাদের জানালে ক্ষিপ্ত হয়ে সায়েম তাকে মারধর করেন। এ ঘটনার পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

সুমনের ভাই ইব্রাহিম বলেন, ঘটনার পর সায়েম বাড়িতে গিয়ে থানায় অভিযোগ না করার হুমকি দিয়েছেন। বর্তমানে সুমন দোকান খুলতে ভয় পাচ্ছেন। স্থানীয় বিএনপি নেতাদের বিষয়টি জানানো হলে তারা সালিসে সমাধানের আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন

যুবদল সূত্রে জানা গেছে, মো. সায়েম পরশুরাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় গত ২৫ জুন তাকে বহিষ্কার করা হয় বলে জানান পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন। তিনি বলেন, সায়েমের অপকর্মের দায় দল নেবে না। যদিও স্থানীয় যুবদলের বেশ কয়েকজন নেতা জানান, বহিষ্কারের বিষয়ে তারা অবগত ছিলেন না। ভিডিও ভাইরালের পরই এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেখতে পান তারা।

পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, বকেয়া টাকা বাজার কমিটির উদ্যোগে পরিশোধ করা হয়েছে। সুমন থানায় অভিযোগ না দিলেও তাকে হুমকি দেওয়া হয়েছে বিধায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে সবজির বাজার চড়া কাঁচা মরিচ কেজি ২২০ টাকা

কুড়িগ্রামে সেনা অভিযানে এক মণ গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার

প্রতিদিন ৬ ঘণ্টার কম ঘুমালে হতে পারে যেসব ক্ষতি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দেশে প্রথম 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন হচ্ছে সোমবার

তিন ছবির অপেক্ষায় বুবলী