ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

দুবাই বিমানবন্দরে গ্রেফতার বিগ বস তারকা আব্দু রোজিক

দুবাই বিমানবন্দরে গ্রেফতার বিগ বস তারকা আব্দু রোজিক

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’-এর প্রতিযোগী ও তাজিক গায়ক আব্দু রোজিককে দুবাইয়ে গ্রেফতার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আজ রবিবার ভোর পাঁচটার দিকে মন্টেনেগ্রো থেকে দুবাইয়ে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়।

ছোটা ভাইজান’ নামে পরিচিত এই গায়ক ও ইনফ্লুয়েন্সারের গ্রেফতারের খবর নিশ্চিত করেছে তার টিম ম্যানেজমেন্ট।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দুবাই কর্তৃপক্ষ।

আরও পড়ুন

আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চুরির অভিযোগে আব্দুর রোজিকের হাতে হ্যান্ডকাফ পরানো হয়েছে। বিষয়টি ঘিরে নেট দুনিয়ায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন।

২০২৪ সালেও অর্থনৈতিক অনিয়ম নিয়ে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি আব্দু রোজিককে জিজ্ঞাসাবাদ করেছিল। যদিও সেই সময় তাকে কোনো মামলায় অভিযুক্ত করা হয়নি বা সমন পাঠানো হয়নি।

তাজিকিস্তানের বাসিন্দা হলেও ভারতে আব্দুর রয়েছে বিপুল ভক্তগোষ্ঠী। ‘বিগ বস’-এর মঞ্চে সালমান খানের সঙ্গে তার হাস্যরস ও বন্ধুত্বের দৃশ্যগুলো দর্শকদের মন জয় করে নেয়। গায়ক হিসেবেও আব্দু রোজিক যথেষ্ট জনপ্রিয়। ‘ওহি দিলি জোর’, ‘চাকি চাকি বোরন’ এবং ‘মোদার’-এর মতো জনপ্রিয় গান রয়েছে তার ঝুলিতে। ২০২২ সালে দুবাইয়ে আয়োজিত আইফা অ্যাওয়ার্ডস-এ মঞ্চে গান গেয়ে প্রশংসা কুড়ান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

রংপুরের বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলের মানুষের জীবন বাজি রেখে প্রতিদিন নৌ-পথে যাতায়াত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেফতার

বেরোবি ক্যাম্পাসে ৬২ ঘণ্টা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নছিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত