নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের পরদিন নাতির লাশ দেখে দাদারও মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে নিখোঁজের একদনি পর পুকুরে নাতির মরদেহ ভাসতে দেখে সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দাদা। গতকাল শনিবার সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নাতি সামসুদিনের ছেলে সাব্বির রহমান (১৫) এবং তার দাদা আছির উদ্দিন (৫৫)। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে সাব্বির রহমান বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে নাতিকে ভাসমান অবস্থায় দেখে চিৎকার করে ওঠেন দাদা আছির উদ্দিন।
পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বির রহমানের লাশ উদ্ধার করে।
আরও পড়ুনঅফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, সাব্বিরের মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন